জীবন সংগ্রামে বেঁচে থাকতে কত বিচিত্র পথই না বেছে নেয় মানুষ। সাপের খেলা দেখানো এমনই একটি ঝুঁকিপূর্ণ পেশা। এই ছবিটি সাপের খেলার নয়, সাপের হাটের সর্দারনীর কসরত। সাভারের সাপুড়ে পল্লীতে দেশের সব সাপুড়ে আসে। চলে সাপ কেনা-বেচা। সেখান থেকেই সাপুড়ে সর্দারনীর এই বিরল দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন
-আবু তাহের খোকন

No comments:
Post a Comment