রকি পর্বতে বসবাসরত মার্কিন যুক্তরাষ্ট্রের আদিবাসীদের বলা হয় রেড ইন্ডিয়ান। ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে উত্তর আমেরিকা আবিষ্কার করেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, কলম্বাসের আমেরিকা আবিষ্কারেরও কয়েক হাজার বছর আগে রেড ইন্ডিয়ান আদিবাসী রকি পর্বতে বসবাস করত। তবে ১৪৯৮ সালের আগে এই আদিবাসীদের রেড ইন্ডিয়ান বলা হতো না। তখন তাদের পিরু বলে সম্বোধন করা হতো। ১৪৯৮ সাল-পরবর্তী এদের নাম দেওয়া হয় রেড ইন্ডিয়ান। এত নাম থাকতে কেন এদের রেড ইন্ডিয়ান বলা হয়? এ নিয়ে একটি ছোট্ট কাহিনী আছে। কলম্বাস আমেরিকার আবিষ্কার করার সময় ১৪৯৩ সালে সর্বপ্রথম উত্তর আমেরিকা মহাদেশের এন্টিগুয়ার বারমুডায় পেঁৗছান। তিনি এভাবে বাহামা, ডোমিনিকান ইত্যাদি অঞ্চল ঘুরে দেখেন এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের রকি পর্বতে গিয়ে পেঁৗছান। তিনি সেখানে গিয়ে দেখেন ফর্সা, নাক চ্যাপ্টা লোকজনের বাস। সেখানকার মাটি লাল। তিনি অনেক পর্যালোচনা করে এ অঞ্চলের আদিবাসীদের নাম দেন লাল মানুষ বা রেড ম্যান। পরবর্তীতে উত্তর আমেরিকার কতগুলো ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে ওয়েস্টইন্ডিজ গঠিত হলে রকি পর্বতের লোকদের নামকরণ করা হয় রেড ইন্ডিয়ান বা লাল ভারতীয়। শুধু যুক্তরাষ্ট্রের রকি পর্বতে নয়, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, গ্রানাডা এমনকি কিউবাতেও রেড ইন্ডিয়ানরা বসবাস করে। আমেরিকার সাধারণ জনগণের মতো এরাও রাজনীতি করে, ধর্ম পালন করে এবং যেকোনো ইস্যুতে একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। ঐতিহ্যগতভাবে এরা শিকার সংগ্রহ করে জীবনযাপন করত। তবে আধুনিক আমেরিকানদের মতো এরাও সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি করে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে। রেড ইন্ডিয়ান আদিবাসীরা নানা ধরনের ভাষা ব্যবহার করে। যেমন : সাইয়ান, নাহুয়াট, ইংরেজি ইত্যাদি। অধিকাংশ রেড ইন্ডিয়ান খ্রিস্টান ধর্মানুসারী হলেও সনাতন ধর্মেরও রয়েছে। তবে এদের মধ্যে ধর্মের কোনো মতবিরোধ নেই। আমেরিকান ইতিহাসবিদরা মনে করেন, প্রাচীন পালইও ইন্ডিয়ান জাতি থেকে রেড ইন্ডিয়ান জাতির উদ্ভব। প্রায় ১৬ হাজার বছরের পুরনো এই জাতি আমেরিকার ঐতিহ্য রক্ষায় বদ্ধপরিকর। রেড ইন্ডিয়ান শুধু যুক্তরাষ্ট্রের নয় আমেরিকা মহাদেশেরও প্রাচীন জাতি হিসেবে স্বীকৃত।
-রিয়াজুল ইসলাম

No comments:
Post a Comment