স্পেনের দক্ষিণাঞ্চলে ১০ বছরের এক শিশু মা হয়েছে। রোমানিয়ার এ অধিবাসী গত সপ্তায় জেরেস ডি লা ফ্রনতেরা শহরে একটি কন্যা সন্তান প্রসব করে। কর্মকর্তারা এ কথা জানান। এন্ডালুসিয়া রাজ্যের সমাজ কল্যাণমন্ত্রী মিকাইলা নাভারো বলেন, নবজাতক ও তার মাকে কর্মকর্তারা নিরাপত্তা হেফাজতে নেয়ার কথা ভাবছেন। তবে ওই শিশুটির পরিবার যদি ভালোভাবে নবজাতক ও তার মায়ের যত্ন নিতে সক্ষম হয়, তাহলে পরিবারের সঙ্গে থাকতে পারবে।
স্পেনিস গণমাধ্যমের খবরে বলা হয়, ওই নবজাতকের বাবার বয়স ১৩ বছর। সে রোমানিয়ায় থাকে। ৩ সপ্তা আগে এ শিশু মা তার পরিবারের সঙ্গে স্পেনে পাড়ি জমায়। তারা যাযাবর হিসেবে সেখানে থাকছেন। নবজাতকটির নানী অলিম্পিয়া জানান, মা ও নবজাতক সুস্থ আছেন। এ শিশুটি জন্ম নেয়ায় তিনি খুব খুশি। তিনি বলেন, রোমানিয়ায় খুব কম বয়সে বিয়ে হয়। ২০০৮ সালে স্পেনে ১৫ বছরের কম বয়সী ১৭৭ মেয়ে সন্তান প্রসব করে।
শীর্ষ নিউজ ডটকম
No comments:
Post a Comment