এটি একটি রোমান নাম। দক্ষিণ ভারতের মালাবার কোস্ট এলাকায় প্রাচীন এ নগরী অবস্থিত। ভারতবর্ষের একটি প্রাচীন নগরীর নাম কী করে রোমান নামকরণ হলো তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব ১৫০০ সালে নগরীটি স্থাপিত হয়েছিল এবং ৫০০ সালে ভারতের সর্বপ্রধান বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়। ৪২৬ সালে ভূমিকম্পে নগরীটি ধ্বংস হয়ে যায়।
No comments:
Post a Comment