দাগেস্তান হচ্ছে উত্তর ককেশাস অঞ্চলের অন্তর্গত রাশিয়ার একটি প্রদেশ। এটি চেচনিয়ার পাশর্্ববর্তী একটি মুসলমান অধু্যষিত অঞ্চল। রাশিয়ার সম্রাট জার পিটার দ্য গ্রেট ১৭২২ সালে দাগেস্তানকে রাশিয়ার অন্তভর্ুক্ত করেন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ককেশাস অঞ্চলের প্রদেশ চেচনিয়ার স্বাধীনতা আন্দোলন দেখা দিলে তার অনুসরণে দাগেস্তানও স্বাধীনতা আন্দোলন শুরু করে। কিন্তু রাশিয়া সামরিক ব্যবস্থার মাধ্যমে দাগেস্তানের বিছিন্নবাদী আন্দোলন দমন করে।
No comments:
Post a Comment