Saturday, January 22, 2011

পাকিস্তানে জমিদার নন্দনের প্রেম প্রত্যাখ্যানের জের

জমিদার পুত্রের প্রেম প্রত্যাখ্যান করার চরম শাস্তি পেতে হলো পাকিস্তানের এক কিশোরীকে। পাঞ্জাব প্রদেশের এক প্রত্যন্ত গ্রামের ১৭ বছরের ঐ কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে জমিদারপুত্র ও তার চার সাগরেদ। ধর্ষণের পর প্রকাশ্যে নগ্ন করে ঘোরানো হয় ঐ কিশোরীকে। পাশবিক অত্যাচারের শিকার হওয়া কিশোরীটির দাদা জানিয়েছে, তার বোনকে বেশ কিছুদিন ধরেই উত্ত্যক্ত করছিল জমিদার খালিল আহমেদের ছেলে ইজাজ। প্রেম নিবেদন করে প্রত্যাখ্যান হওয়ায় প্রতিশোধস্পৃহা থেকেই চার বন্ধুকে সঙ্গে নিয়ে মেয়েটির উপর অত্যাচার করে সে। এই বর্বরোচিত ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানালে তাদের পরিবারকে মেরে ফেলার হুমকিও দেয়া হচ্ছে বলে জানিয়েছে মেয়েটির দাদা। পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরে এফআইআর দায়ের হয় মাচিওয়াল থানায়।

_বর্তমান পত্রিকা
So, You should maintain Hizab. 

No comments:

Post a Comment