পৃথিবীর উচ্চতম বাড়িটির দেখা পেতে হলে আমাদের যেতে হবে যুক্তরাষ্ট্রের ইতিহাস প্রসিদ্ধ শিকাগো শহরে। সেখানকার আকাশচুম্বী সিয়ার্স টাওয়ার পৃথিবীর উচ্চতম বাড়ি।
বাড়িটি ১১৭ তলা। সাধারণ মানুষ, বিশেষ করে পর্যটকদের এক নজরে সুসজ্জিত শিকাগো শহরটি দেখার সুবিধার দিকে নজর রেখেই বাড়িটি তৈরি করা হয়েছে। এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ১০২ তলাবিশিষ্ট এম্পায়ার সেন্ট বিল্ডিংটি পৃথিবীর উঁচু বাড়িগুলোকে টেক্কা দিয়ে সদম্ভে দাঁড়িয়েছিল। সিয়ার্স টাওয়ার তার সে দম্ভ চূর্ণ করে দিয়েছে। সিয়ার্স টাওয়ারের উচ্চতা ১৮০০ ফুট। ১৯৯০ খ্রিস্টাব্দে তৈরি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতা ১৪৭২ ফুট। সিয়ার্স টাওয়ারের মোট আয়তন ৪৪ লাখ বর্গফুট।
ফারহানা মাহমুদ তন্বী


No comments:
Post a Comment