বরফ পানিতে ভাসার কারণ
বরফের টুকরা সম আয়তনের পানির চেয়ে হালকা। এ কারণে বরফের বারো ভাগের একভাগ পানিতে ভাসমান অবস্থায় থাকে।
সোনায় মরিচা না পড়ার কারণ
সোনা একটি নিস্ক্রিয় ধাতু। বাতাসে যেসব উপাদান থাকে, তাদের সাথে এ ধাতু (সোনা) কোনো প্রকার যৌগিক পদার্থ সৃষ্টি করতে পারে না। এ কারণে সোনায় কখনও মরচে ধরে না।
দেহে আঘাত লাগলে কালো দাগ পড়ার কারণ
দেহের কোনো স্থানে আঘাত লাগলে রক্ত কণিকার প্রসারণ ঘটে। তার ফলে প্রথমে লাল দাগের সৃষ্টি হয়। পরে সেখানকার জমে থাকা রক্ত হাইড্রোজনের সংযোগে মিশে নীলাভ কালো রঙের হয়ে যায়।
No comments:
Post a Comment