Wednesday, March 9, 2011

নিউট্রন বোমা


এটম বা আণবিক বোমা এবং হাইড্রোজেন বোমার কথা কে না শুনেছে। পরমাণু বিদারণের নীতির ওপর নির্ভর করে এটম বোমা বিস্ফোরণ। আর পরমাণু গলিয়ে সিএন করার নীতির ওপর নির্ভর করে হাইড্রোজেন বোমা কার্যকর ঘটানো হয়। এ দুটি বোমাই খুব শক্তিশালী, যদিও এটম বোমার তুলনায় হাইড্রোজেন বোমার বিধ্বংসী শক্তি অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স নতুন ধরনের যে বোমাটি আবিষ্কার করে তার নাম নিউট্রন বোমা। এটি নিউট্রন র‌্যাডিয়েশন অস্ত্র নামেও পরিচিত। এটি একটি ক্ষুদ্র আণবিক অস্ত্র, যার উৎপাদন পরিমাণ ১ থেকে ২ কিলো টন। এটি ব্যাপক বিস্ফোরণ এবং উত্তাপ সৃষ্টি করে। যাকে এর বিস্ফোরণের প্রতিক্রিয়ায় ১৩০ থেকে ৩৫০ মিটার র‌্যাডিয়াম এলাকার অভ্যন্তরস্থ সবকিছুই ধ্বংস করতে পারে। এতে নিউট্রন ব্যবহার করে যা থেকে নিউট্রন এবং গামা রস্মি বেরিয়ে আসে যা ১ থেকে ২ কিলোমিটার র‌্যাডিয়াম পর্যন্ত ধ্বংসের ক্ষমতাসম্পন্ন। এর একটি বিচিত্র বৈশিষ্ট্য হলো এটি ঘরবাড়ি বা ফসল ধ্বংস করে না। শুধু মানুষ ও প্রাণীদের ধ্বংস করে।

শামীম রহমান রিজভী

No comments:

Post a Comment