বাংলাদেশে তিন চাকার সবচেয়ে সহজলভ্য পরিবহন ব্যবস্থার নাম হচ্ছে রিকশা। আমাদের দেশে ব্যাপকভাবে ব্যবহূত রিকশার ইতিহাস খুব বেশি দিনের নয়। রিকশার আদি নিবাস জাপানে। বিশ শতকের প্রথম ভাগে জাপানে রিকশার ব্যবহার শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পেট্রোল ও তেলের অভাব দেখা দিলে জাপানে 'নিনতাকু' নামে তিন চাকার রিকশা পরিবহন হিসেবে আত্মপ্রকাশ করে। উনিশশ' ত্রিশ ও উনিশশ' চলিস্নশে রিকশা ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান পরিবহন হিসেবে পরিচিত হয়ে ওঠে। চট্টগ্রাম রিকশা আসে মিয়ানমার থেকে ১৯১৯ সালে। আর ঢাকায় রিকশা আসে কোলকাতা থেকে।
No comments:
Post a Comment