চীনের হুনান প্রদেশের ঝ্যাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কের অন্তর্গত তিয়ানমেন পর্বতে আগত পর্যটকরা বেশ উৎসাহের সাথে ভ্রমণ করে। কারন খাড়া এই পর্বতগাত্র ঘেঁষে রয়েছে ভূমি থেকে ১,৪৩০ মিটার উচ্চতায় নির্মিত আকাশ পথ। ৩ ফুট প্রস্থ ও প্রায় ২০০ ফুট দীর্ঘ এই আকাশপথটি পথটি গ্লাস দিয়ে নির্মিত যা ২.৫ ইন্চি পুরু। আপনি যদি রোমাঞ্চ কিংবা শিহরণ প্রিয় ব্যক্তি হন তাহলে ঘুরে আসতে পারেন চীনের হুনান প্রদেশের আকর্ষনীয় এই পর্যটন কেন্দ্রটি।

No comments:
Post a Comment