চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল, যা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাজশাহী বিভাগে অবস্থিত। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর এই তিন জেলাজুড়ে বিলটির অবস্থান। সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার তিন-চতুর্থাংশই এই বিলের মধ্যে অবস্থিত। এ ছাড়া পাবনার চাটমোহর ও সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার অধিকাংশ এলাকাও এই বিলের মধ্যে পড়েছে। চলন বিলের আকার বর্ষাকালে ৩৫০ বর্গকিলোমিটারের অধিক এবং শুকনো মৌসুমে প্রায় ৯০ কিলোমিটার। এই জলাশয়টি বিল অঞ্চলের জনগণের কর্মসংস্থান সৃষ্টি ও মৎস্য উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯০৯ সালে এই বিলের আয়তন ছিল এক লাখ ৯ হাজার হেক্টর, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র ৮৫ হাজার হেক্টরে। চলন বিলের মধ্য দিয়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আত্রাই, গুড়, করতোয়া, বড়াল, মরা বড়াল, তুলসী, ভাদাই, চিকনাই, বরোনজা, তেলকুপি ইত্যাদি।

No comments:
Post a Comment