ব্ল্যাক বক্সের বাংলা মানে কালো বক্স। আসলে কিন্তু এই ব্ল্যাক বক্স কালো বাক্স নয়। এই ব্ল্যাক বঙ্গুলো সাধারণত কমলা বা লাল রঙের হয়ে থাকে। ঝকঝকে রঙের এই ব্ল্যাক বক্স অত্যন্ত মজবুত ও উচ্চ তাপ সহনশীল পদার্থে তৈরি একটি ডেটা রেকর্ডার। এই ব্ল্যাক বক্স বিমানে ব্যবহার করা হয়। একটি বিমানের যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় তথ্য এই ব্ল্যাক বক্সে সংরক্ষিত হয়। যাত্রাকালে বিমানকর্মীদের কথাবার্তা, চালকদের সঙ্গে বিমানের ট্রাফিক কন্ট্রোল বিভাগের কথাবার্তা, বিমানের ভেতরের ও সংলগ্ন পরিবেশের নানা ধরনের শব্দ, চাপ ও তাপ পরিবর্তনের হিসাবসহ ওড়ার সময় নানা তথ্য এই ব্ল্যাক বক্সে রেকর্ড হতে থাকে। তাই যদি কখনো কোনো বিমান দুর্ঘটনার কবলে পড়ে তবে গুরুত্ব সহকারে এই ব্ল্যাক বক্স খুঁজে বের করা হয়। ব্ল্যাক বক্সের উজ্জ্বল কমলা রং এটিকে খুঁজে পেতে সহায়ক হয়। কারণ যেকোনো প্রাকৃতিক পরিবেশেই কমলা রংটি বেশ খাপছাড়া; যা সহজেই চোখে পড়ে। ব্ল্যাক বক্স উদ্ধারের পরই বিশেষজ্ঞরা এতে সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারেন বিমানটির দুর্ঘটনার কারণ।

No comments:
Post a Comment