যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা বিবিসির পাশাপাশি আরেকটি গণমাধ্যম বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেটি হচ্ছে সিএনএন। এর মূল নাম কেবল নিউজ নেটওয়ার্ক। যা এর আদ্যাক্ষর সিএনএন নামে বেশি পরিচিত। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল। এটি সংবাদ ও সংবাদের বিশ্লেষণ সম্প্রচার করে থাকে। ২৪ ঘণ্টার সংবাদে স্থানীয় এবং আন্তর্জাতিক বিষয় সমান গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। ১৯৮০ সালে টেড টার্নার এটি প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এর প্রধান কার্যালয় অবস্থিত। ১৯৯০ সালের প্রথম উপসাগীয় যুদ্ধের সময় বাগদাদ থেকে সরাসরি সংবাদ সম্প্রচারের জন্য সিএনএন বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে।

No comments:
Post a Comment