পৃথিবীর সবচাইতে বয়স্ক বাতি। এটির বয়স প্রায় ১১১ বছর। Livermore-Pleas anton Fire Department- এ এটি ১৯০১ সাল থেকে জ্বলছে। যদিও এটার উজ্জলতা কম কিন্তু এটি এখনো জ্বলছে। এটা লাগানোর পর দুইটি বিশ্ব যুদ্ধ শেষ হয়ে গেছে, গাড়ি এবং উড়জাহাজের উন্নতি হয়েছে কিন্তু এটি এখন পর্যন্ত জ্বলছে।

No comments:
Post a Comment