Wednesday, April 17, 2013

সপ্তর্ষি মণ্ডল

সপ্তর্ষিমন্ডল সাতটি তারার সমন্বয়ে গঠিত নক্ষত্রপুঞ্জ। উপমাহাদেশের জ্যোতির্বিদগণ সাত জন ঋষির নামে এই সাতটি তারার নাম করণ করেন তাই এই নক্ষত্রপুঞ্জ সপ্তর্ষিমন্ডল নামে পরিচিত হয়। সাতটি ঋষির নাম:
ক্রতু
পুলহ
পুলস্ত্য
অত্রি
অঙ্গিরা
বশিষ্ঠ
মরীচি

সপ্তর্ষিমন্ডল সারা বছর ধ্রুবতারার চারদিকে ঘোরে। সপ্তর্ষিমন্ডলের প্রথম দু'টি (পুলহ -->ক্রতু) তারাকে যোগ করে সরলরেখা কল্পনা করলে ঐ সরল রেখা ধ্রুবতারার দিকে নির্দেশ করে, এবং রেখাটিকে বিপরীতে চালিত করলে সিংহ রাশিতে নির্দেশ করে।

No comments:

Post a Comment