৩৫ বছর বয়সী চা বাগানের মালিক সাহেদ ও ৩২ বছর বয়সী সাহেদের স্ত্রী গৃহবধূ তানিয়া বাস করে চা বাগানের সুন্দর একটি বাংলোয়। ৮ বছর দাম্পত্য জীবন কাটানোর পর সন্তান ধারনে অপারগ তানিয়ার প্রতি সাহেদের আকর্ষণ প্রায় নিঃশেষ হয়ে গেছে।
তানিয়া সাহেদের আচরনে স্পষ্ট টের পায় তার প্রতি অবজ্ঞা। তানিয়াদের বাংলোয় আমেরিকা থেকে বেড়াতে আসে তার খালাতো বোন অসম্ভব সুন্দরী ২০ বছরের তরুনী সোহানা। সাহেদ সোহানার প্রতি আকৃষ্ট হয়। সাহেদ ও সোহানার প্রেম যখন স্রোতের মতো বয়ে চলে তানিয়া তখন আবিষ্কার করে সাহেদের কাছে সে অদৃশ্য হয়ে গেছে।
চিত্রনাট্য করেছেন আকরাম খান ও সূবর্ণা সেঁজুতি টুশি এবং পরিচালনা করেছেন আকরাম খান। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, সারিকা প্রমুখ।
No comments:
Post a Comment