Tuesday, September 14, 2010

শূণ্য মানব

অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছিল আকমলের মেয়ে রূপা। তারপর আর কোন দিন বাবার বাড়িতে পা দিতে পারেনি। স্বামী তাকে ছেড়ে যাবার পরও, যখন রূপার যাবার আর কোন বিন্দু মাত্র যায়গা ছিলনা তখনও আকমল তার বাড়ির দরজা খোলেনি । মেয়ের প্রতি ভালবাসা বা পুত্রের প্রতি ভালবাসা কোন দিন প্রকাশ করেননি। এমনকি তার স্ত্রীর প্রতি ভালবাসা ও প্রকাশ করেনি কোন দিন। ইদানিং প্রায়ই রূপার জন্য তার মন খারাপ থাকে। মাঝে মাঝে মেয়েকে দেখার জন্য পাগল হয়ে যায়। কত খোঁজ করেছে। কেউ কিছু বলতে পারে না।

বিপাশা হায়াতের রচনা ও তৌকির আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ওয়াহিদা মলিক জলি, তৌকির, সুইটি প্রমূখ।

No comments:

Post a Comment