Sunday, February 27, 2011

বিশ্বের প্রথম ইসলামিক শেয়ারবাজার সূচক

১৬০২ সালে সুইডেনে প্রতিষ্ঠিত আমস্টারডাম স্টক এঙ্চেঞ্জ বিশ্বের প্রথম শেয়ারবাজার হিসেবে স্বীকৃত হলেও বিশ্বে প্রথমবারের মতো ইসলামিক শেয়ারবাজার সূচক চালু হয় বাহরাইনে। ডাও জোন্স ইসলামিক মার্কেট ইনডেঙ্ (ডিজিম) নামের এ ইসলামী শরিয়াহভিত্তিক সূচকটি চালু হয় ১৯৯৯ সালে। মূলত মুসলিম বিনিয়োগকারীদের শেয়ারবাজারে টানতেই এ উদ্যোগ নেওয়া হয়। একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিটি দ্বারা ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত এ সূচকের অধীন কম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে প্রথমপর্যায়ে অ্যালকোহল, হোটেল, ক্যাসিনো, প্রচলিত ব্যাংকিং, তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে ঋণ ও সুদের ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকেও এ সূচকে তালিকাভুক্তির ক্ষেত্রে বাদ দেওয়া হয়।




Source: Kaler Kontho

No comments:

Post a Comment