
গাছের ছায়ায় মৃদু হাওয়ায় ঘুরতে সবার ভালো লাগারই কথা। আর তা যদি হয় এই বৈশাখের তপ্ত গরমে, তা হলে তো কথাই নেই। চলুন, এই গরমে তাই ঘুরে আসা যাক গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্ক থেকে।
ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে জাতীয় এ উদ্যানের অবস্থান। জয়দেবপুর চৌরাস্তা ছাড়িয়ে ময়মনসিংহের দিকে কিছু দূর চলতে চলতে হাতের ডানে উদ্যানের বেশ কয়েকটি প্রবেশপথ আছে। তবে যাবার পথে দেখে নিন মহান মুক্তিযুদ্ধের সর্বপ্রথম স্মারক ভাস্কর্য ‘জাগ্রত চৌরঙ্গী’। ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে সংঘটিত প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে...