
লিখেছেনঃ কথাসাহিত্যিক শাহাদুজ্জামান
কথা হচ্ছিল পেশাদার আর্ট থেরাপিস্ট রেচেলের সঙ্গে। ব্রিটেনের একটি ক্যানসার হাসপাতালে কাজ করেন তিনি। ক্যানসার রোগীদের নিয়ে হাসপাতালে পেইন্টিং সেশন করেন রেচেল। চিকিত্সার অংশ হিসেবে রোগীরা ছবি আঁকে। ছবি আঁকার অভিজ্ঞতা রোগীর জীবনীশক্তি বাড়ায়, রোগযন্ত্রণা সহনীয় পর্যায়ে রাখে। কখনো বা রোগীদের জন্য মাল্টিমিডিয়ায় বিশ্বসেরা পেইন্টিংয়ের প্রদর্শনীর আয়োজন করা হয়। রেচেল বলছিলেন, একজন মৃত্যুপথযাত্রী রোগীও আর্ট থেরাপির মাধ্যমে একটি নান্দনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত...