
টুথপেস্ট শুধু দাঁত পরিষ্কার করেনা এর রয়েছে বহুবিধ ব্যবহার। কিন্তু না জানার কারণে আমরা টুথপেস্ট থেকে সর্বোচ্চ উপকার পেতে সক্ষম হই না । লেটেস্ট বিডি নিউজ পাঠকদের জানার সুবিধার্তে ইন্টারনেট থেকে সংগ্রহ করে টুথপেস্টের এ ব্যবহারগুলো তুলে ধরা হলো।
# অনেক শখের চামড়ার জুতাতে কোনো দাগ পড়লে, মন খারাপ না করে অল্প একটু টুথপেস্ট দাগ পড়া জায়গাতে লাগিয়ে দিন। এরপর একটি ভেজা নরম কাপড় দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে নিন। দেখবেন আপনার জুতার দাগ উঠে চকচক করছে।
# বাচ্চাদের দুধ খাওয়ার বোতলে মানে ফিডারে...