Friday, October 31, 2014

টুথপেস্টের অসাধারণ কিছু ব্যবহার

0 comments
টুথপেস্ট শুধু দাঁত পরিষ্কার করেনা এর রয়েছে বহুবিধ ব্যবহার। কিন্তু না জানার কারণে আমরা টুথপেস্ট থেকে সর্বোচ্চ উপকার পেতে সক্ষম হই না । লেটেস্ট বিডি নিউজ পাঠকদের জানার সুবিধার্তে ইন্টারনেট থেকে সংগ্রহ করে টুথপেস্টের এ ব্যবহারগুলো তুলে ধরা হলো।
# অনেক শখের চামড়ার জুতাতে কোনো দাগ পড়লে, মন খারাপ না করে অল্প একটু টুথপেস্ট দাগ পড়া জায়গাতে লাগিয়ে দিন। এরপর একটি ভেজা নরম কাপড় দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে নিন। দেখবেন আপনার জুতার দাগ উঠে চকচক করছে।

# বাচ্চাদের দুধ খাওয়ার বোতলে মানে ফিডারে টক গন্ধ হওয়া খুব স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু টুথপেস্ট থাকলে এ দুর্গন্ধ দূর করা এক নিমিষের ব্যাপার। ফিডারের ভেতরটা টুথপেস্ট দিয়ে খুব ভালভাবে ধুয়ে নিন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ফিডারের ভেতরে টুথপেস্ট জমা না থাকে।

# আপনি যদি ব্রণের সমস্যায় ভুগেন,তাহলে আক্রান্ত স্থানে নন-জেল এবং নন হোয়াইটেনিং টুথপেস্ট লাগিয়ে রাতে ঘুমাতে যান। টুথপেস্ট ব্রণের জলীয় অংশ শুষে নেয় এবং তেল টেনে নেয়। তবে একটা ব্যাপারে সতর্ক থাকবেন ত্বক টুথপেস্টের ব্যাপারে সংবেদনশীল হতে পারে। তাই প্রথমে ত্বকের ক্ষুদ্র অংশে প্রয়োগ করেন।

# এছাড়াও আপনার বাদ্যযন্ত্রের কিবোর্ডের উজ্জ্বলতা বাড়াতে টুথপেস্ট ব্যবহার করতে পারেন।

# দাঁত ব্রাশ করা ছাড়া টুথপেস্ট আর যে কাজের জন্য সবচাইতে বেশি ব্যবহার করা হয়, তা হচ্ছে পুড়ে যাওয়া জায়গায় ব্যবহার করা। এটি ফোস্কা পড়া প্রতিরোধে খুবই গুরুত্বপুর্ণ।

# পেঁয়াজ বা এই ধরণের গন্ধযুক্ত কিছু কাটার পরে হাতের দুর্গন্ধ দূর করতে হাতে টুথপেস্ট মাখুন।

# যদি আপনি কোনো বিষাক্ত পোকার কামড়ের শিকার হলে আক্রান্ত জায়গায় টুথপেস্ট ব্যবহারে সুফল পেতে পারেন।

# আপনার কাপড়ে যদি কালি কিংবা লিপিস্টিক লাগে, তবে সেখানে একটু টুথপেস্ট লাগিয়ে নিন এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। কোনো কোনো ক্ষেত্রে দাগও দূর হয়।

# আপনি যদি কাঠের কাজ, স্কুবাডাইভিং বা স্কিং করেন তবে চশমার অস্বচ্ছ গ্লাস আপনার জন্য বিরক্তির সেই সাথে বিপদজনকও হয়ে উঠতে পারে। এ ধরণের সমস্যা এড়াতে গলসের গ্লাসটি টুথপেস্ট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন।

# হীরের গয়না পরিষ্কার করতে টুথব্রাশে একটু টুথপেস্ট লাগিয়ে নিন এবং তারপর হাল্কাভাবে ঘষে ধুয়ে নিন। দেখবেন সব নোংরা পরিষ্কার হয়েছে এবং আগের তুলনায় বেশী ঝলমল করছে গয়না। একইভাবে আপনার ঘরের সিলভারের তৈজসপত্রের ঔজ্জল্য বাড়ায় এটি।

# ছোট বাচ্চারা ঘরের দেওয়ালকে প্রায় সময় নিজের আঁকার ক্যানভাস মনে করে আঁকাআকি শুরু করে দেয়।
সেক্ষেত্রে আপনি একটুকরো আর্দ্র কাপড়ে টুথপেস্ট লাগিয়ে মুছে দেখতে পারেন।

# মিষ্টি পানীয় অর্থাৎ কোক কিংবা সফট ড্রিঙ্কস কাচের উপর শুকিয়ে দাগের সৃষ্টি করে। ভেজা ন্যাকড়ায় টুথপেস্ট লাগিয়ে সেখানে ঘষুন। দেখবেন দাগ চলে গেছে।

# আপনার নখের কোনা পরিষ্কার করতে টুথপেস্টের চাইতে ভাল কিছু খুঁজে পাওয়া খুবই কঠিন।

Thursday, October 23, 2014

সান ম্যারিনো

0 comments
দেশের অধিবাসীদের চেয়ে পর্যটকের সংখ্যা বেশি। এটা কি কখনো ভাবা যায়? আমরা কি কখনো চিন্তা করতে পারি ১৪ কোটি মানুষের বাংলাদেশে ১৫ কোটি ট্যুরিস্ট আসবে? ২৩ বর্গমাইলের কিছু বেশি আয়তনের দেশ সান ম্যারিনোতে প্রায়ই দেশের জনসংখ্যার চেয়ে পর্যটকের সংখ্যা বেশি থাকে।
আমাদের দেশের একটি থানার সমান এর আয়তন। দেশটির চার দিকেই উত্তর-দক্ষিণ সাপের মতো পেঁচানো দেশ ইতালি। ইউরোপের অন্যতম বৃহৎ দেশটি তার পেটের ভেতরে আগলে রেখেছে ক্ষুদ্র সান ম্যারিনোকে। ভূমি এবড়োখেবড়ো আর খুব একটা উর্বর নয়।
কিন্তু ছোট্ট দেশটির প্রকৃতি নয়নাভিরাম । পাহাড়ের সারির সাথে তাল মেলানো সবুজের সমারোহ অপরূপ সাজে সাজিয়েছে দেশটিকে। মাউন্ট টিটানোর সর্বোচ্চ শৃঙ্গ থেকে পুরো দেশটিকেই দেখা যায়। আদালতের রায়ে শাস্তি পাওয়া মারিনাস জনহীন প্রান্তরে এসে আবাস গড়ে তোলেন। সে ৩০১ সালের কথা। এখনো দেশটি জনসংখ্যা অর্ধ লাখও হয়নি। শুমারি অনুযায়ী ৩১ হাজার জনসংখ্যার দেশ সান ম্যারিনো। বছরে গড়ে পর্যটক আসে ৩৩ লাখ।
একজন মানুষের বিপরীতে পর্যটকের হার ১০ জনেরও বেশি। পৃথিবীর অন্য কোনো দেশে কল্পনাও করা যায় না। একটি ল্যান্ডলক দেশে বিপুল পরিমাণ পর্যটক আকর্ষণের বিশেষ কিছু কারণও রয়েছে।
অদ্ভুত রহস্যেভরা ছোট্ট সান ম্যারিনো। সবুজের সমারোহের সাথে তাল মেলানো পাহাড়ের সারি। এরই মধ্যে দিয়ে চলে গেছে তীরের মতো সোজা রাস্তা। ঈষৎ উষ্ণ গ্রীষ্ম আর ভালোলাগা হালকা শীতের শীতকাল এ দেশে। ইউরোপীয়দের প্রিয় নানা ব্রান্ডের মদ পানীয় তীব্রভাবে টানে ইতালি, ফ্রান্স আর ব্রিটিশদের। রাস্তার দুই ধারে সব সময় ট্যুরিস্টদের মিছিল। সর্বোচ্চ পাহাড় মাউন্ট টিটানো রহস্যে ভরা। এর সর্বোচ্চ তিনটি শৃঙ্গে ম্যারিনোরা তৈরি করেছে আকর্ষণীয় তিনটি স্থাপনা।
নাম
রিপাবলিক অব সান ম্যারিনো
জনসংখ্যা
৩১ হাজার
রাজধানী
সান ম্যারিনো
আয়তন
৬১ বর্গকিলোমিটার
প্রধান ভাষা
ইতালিয়ান
মুদ্রা
লিরা
মাথাপছিু আয়
৩০ হাজার ডলার
ধর্ম
খ্রিষ্টান
গড় আয়ু
৭৭ বছর (পুরুষ), ৮৪ বছর (মহিলা)
প্রধান রফতানি
ওয়াইন, সিরামিক, আসবাবপত্র ও খোদাই করা শিল্প


এগুলো থেকে এক পলকে পুরো সান ম্যারিনোকে তো দেখা যায়ই, তার ওপর ইতালির বিস্তৃত অঞ্চলের সৌন্দর্যও অবলোকন করা যায়। তবে এর একটি স্থাপনা ব্যবহৃত হচ্ছে কারাগার হিসেবে। দাগি আসামিরা এখানে থাকে। দ্বিতীয়টিতে তৈরি করা হয়েছে একটি জাদুঘর। আকর্ষণীয় এ জাদুঘরই মূলত পর্যটকদের বেশি টানে। তৃতীয় শৃঙ্গে নির্মিত স্থপনাটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয়। পুরো দেশটিকে একটি পর্যটক অঞ্চল বলা যায়। পর্যটক আকর্ষণীয় আরো কয়েকটি স্থান রয়েছে। পালাজ্জো দ্যাই ক্যাপিটানি। এখানে একটি টাওয়ার রয়েছে এর নাম বেল টাওয়ার। পালাজ্জো পাবলিকো সরকারের প্রধান অফিসের নাম। রয়েছে মনাসটারি অব সান্তাক্লারা একটি অদ্ভুত সুন্দর পর্যটক স্পট।আশির দশকের আগে দেশটি ইউরোপের রুগ্ণ অর্থনীতির অন্তর্ভুক্ত ছিল। পর্যটনকে ঘিরে সান ম্যারিনোতে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটে। এখন এর মাথাপিছু আয় ইতালির মাথাপিছু আয়ের সমান। মানুষের জীবনমানও ইতালির সমপর্যায়ের।
মারিনাস ছিলেন ক্রোয়েশিয়ার অধিবাসী। তিনি তার ঘনিষ্ঠ বন্ধু লিওকে নিয়ে দেশ ত্যাগ করেন। তারা রিমিনি নামক একটি শহরে মিস্ত্রির কাজ নেন। এক পর্যায়ে তিনি রিমিনির বিশপ নিযুক্ত হন। এক উন্মাদ মহিলা মারিনাসের বিরুদ্ধে স্বামী বিচ্ছেদ ঘটানোর ইন্ধন জোগানোর অভিযোগ তোলেন। সেখানকার বিচারক তার মৃত্যুদণ্ডের আদেশ দিলে তিনি পালিয়ে জনহীন মন্ট টিটানোতে আশ্রয় নেন। এখানে তিনি মূলত নির্জনবাসী হন। ফকির-সন্ন্যাসীর জীবনযাপন শুরু করেন। গড়ে তোলেন একটি ছোট গির্জা। এটিকে কেন্দ্র করে সান ম্যারিনো সিটির গোড়াপত্তন। তারা ৩ সেপ্টেম্বর ৩০১ সালকে দেশের যাত্রা শুরু হিসেবে বিবেচনা করে। ওই দিনটিই ম্যারিনোবাসীর জাতীয় দিবস। ৩৬৬ সালে তিনি মারা যান। মূলত পঞ্চম শতকের মাঝামাঝিতে এখানে একটি সম্প্রদায় গড়ে ওঠে। একটি সুসংগঠিত সামাজিক সম্প্রদায় হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রধান বাধা ছিল খাদ্য উৎপাদন স্বল্পতাহেতু ব্যাপক দরিদ্রতা।
ইউরোপের তৃতীয় ও বিশ্বের পঞ্চম ক্ষুদ্র রাষ্ট্র এটি। দেশটির আবহাওয়া ভূমধ্যসাগরীয়। গ্রীষ্মকালে বেশি গরম নয়। অন্য দিকে শীতেও কনকনে শীত থাকে না। রাজধানী সান ম্যারিনোতে মাত্র ৪ হাজার ৫০০ মানুষ বাস করে। ছোট হওয়ায় বোরগো মাগোরেই নামক পাশেই অবস্থিত শহর ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্র। আশির দশকের শুরুতে দরিদ্র জনপদ সান ম্যারিনোর সরকার পর্যটন উন্নত করার কর্মসূচি হাতে নেয়। অভূতপূর্ব সাড়া পায় তারা। পর্যটকদের সংখ্যা ছাড়িয়ে যায় দেশের মোট জনসংখ্যাকে। ৩০ হাজার জনসংখ্যার দেশে প্রতিদিন এর চেয়ে বেশিসংখ্যক পর্যটকের উপস্থিতি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ফলে স্থানীয় কিছু শিল্পের বিকাশ ঘটেছে। বিশেষ করে বিভিন্ন ধরনের স্ট্যাম্প, হস্তশিল্প ও মৃৎশিল্পের চাহিদা বেড়ে গেছে বহু গুণে। দেশটির প্রধান আকর্ষণ হলো মাউন্ট টিটানো। পাহাড় চূড়া থেকে আড্রিয়াটিক সাগরের বিস্তৃত নীল জলরাশি উপভোগ করা যায়। আমোদ-প্রমোদের জন্য নানান ব্যবস্থা গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন খেলা। হোটেল-মোটেল আর প্রমোদ বিহারের জন্য সহজলভ্য সুযোগ সৃষ্টি করা হয়েছে।
সান ম্যারিনো ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। তবে ইইউ দেশটিকে ইউরো মুদ্রা ব্যবহারের অনুমতি দিয়েছে। জাতীয় আয়ের ৫০ শতাংশের বেশি আসে পর্যটন থেকে। আয়ের বাকি অংশও পর্যটন সম্পর্কিত। দেশটিকে খাদ্য ও নিত্যপণ্যের জন্য পুরোপুরি ইতালির ওপর নির্ভর করতে হয়।

সংসদীয় গণতন্ত্রের দেশ সান ম্যারিনো। বহুদলীয় গণতন্ত্রের চর্চা রয়েছে এখানে। ৬০ সদস্যের গ্রান্ড অ্যান্ড ন্যাশনাল কাউন্সিলই সংসদ। এই কাউন্সিল আবার একজোড়া রিজেন্ট ক্যাপটেইন নির্বাচন করেন। সংসদ আর দু’জন রিজেন্ট ক্যাপটেইন মিলে সরকার পরিচালনা করেন। পঞ্চম শতক থেকে আরগেনো নামক একটি পরিষদ দেশ শাসন করত। এরা মূলত পরিবারকেন্দ্রিক একটি পরিষদ। প্রত্যেক পরিবারের প্রধান এ পরিষদের সদস্য হতো। গ্রান্ড অ্যান্ড ন্যাশনাল কাউন্সিল পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। নয়টি নির্বাচনী জেলা থেকে জনসংখ্যার আনুপাতিক হারে তারা নির্বাচিত হয়। গ্রিক নগর রাষ্ট্রগুলোর আদলেই এর সরকার পরিচালনা হয়ে আসছে প্রায় দেড় হাজার বছর ধরে। রিজেন্ট ক্যাপটেইনরা প্রতি ছয় মাসের জন্য নির্বাচিত হন। স্বাধীন বিচার বিভাগ সান ম্যারিনোর।


এদের ক্ষুদ্র একটি সামরিক বাহিনী রয়েছে। এর ব্যবস্থাপনার দায়িত্ব ইতালির কাছে। সরকারি স্থাপনা পাহারা দেয়া, সীমান্ত রক্ষা শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় তারা কাজ করে থাকে। অপরাধ ও খুনখারাবি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে তারা। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তায় তাদের সক্রিয় ভূমিকা রয়েছে। সামরিক বাহিনীর সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ৩০০।


দেশের ভেতর ২২০ কিলোমিটার সড়ক রয়েছে। প্রধান সড়কের নাম সান ম্যারিনো সুপার হাইওয়ে। রাস্তায় চলাচলরত গাড়ি থেকে সহজে চিহ্ণিত করা যায় কোনটি কোন দেশের গাড়ি। রঙ ও নম্বর দেখে সহজে তা অনুমান করা যায়। তাদের সব সড়ক গিয়ে মিশেছে ইতালির সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা রেললইন স্থাপন করে। এগুলোর চিহ্ণও নেই এখন।

অন্য ইউরোপীয় দেশের মতোই তাদের সংস্কৃতি। তবে একটা বিষয় লক্ষণীয়, তাদের জীবনাচরণে সবচেয়ে বড় প্রভাবক মাউন্ট টিটানো। এর তিনটি শৃঙ্গকে তারা রীতিমতো পূজা করে।


দেশটির ৩১ হাজার জনসংখ্যার মধ্যে ১ হাজার বিদেশী। এরা মূলত ইতালির নাগরিক। অন্য দিকে ৫ হাজার সান ম্যারিনোর নাগরিক ইতালিতে বসবাস করে। তাদের ভাষা ইতালীয়। ব্যাপকভাবে ব্যবহৃত অন্য ভাষাটি হলো ইমিলিয়ানো-রোমাগনোলো।

--জসিম উদ্দিন

Saturday, October 18, 2014

টেলিফোন সংযোগ নিতে চাইলে

0 comments
মোবাইল ফোনের ব্যাপক ব্যবহারের কারণে ল্যান্ডফোনের প্রয়োজনীয়তা কমলেও অফিস এবং বাসাবাড়িতে এখানো এর চাহিদা আছে। কম খরচ এবং ভালো নেটওয়ার্কের কারণে ল্যান্ডফোনে আগ্রহী হয় অনেকেই। তা ছাড়া খুব সহজেই পেতে পারেন ল্যান্ডফোন সংযোগ। আবেদন ফরম পূরণ করে টাকা জমা দিলেই এক থেকে সাত দিনের মধ্যেই ঘরে চলে আসে বিটিসিএল টেলিফোন সংযোগ।
ফরম সংগ্রহ

ল্যান্ডফোনের সংযোগ পেতে প্রথমেই বিটিসিএলের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। বিভাগীয় প্রকৌশলীর দপ্তর থেকে পাওয়া যায় এই আবেদনপত্র। এ ছাড়া বিটিসিএলের ওয়েবসাইট (www.btcl.gov.bd) থেকেও ফরম সংগ্রহ করা যায়। এটি পূরণ করে জমা দিতে হবে বিটিসিএল সংশ্লিষ্ট বিভাগের 'বিভাগীয় প্রকৌশলী' বরাবর।

দরকারি কাগজপত্র

আবেদন ফরমের সঙ্গে আবেদনকারীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স/ ড্রাইভিং লাইসেন্স/ কর্মস্থলের পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

সংযোগ ফি

নির্ভুলভাবে পূরণ করা ফরম বিভাগীয় প্রকৌশলী বরাবর জমা দিলে আবেদনকারীকে ডিমান্ড নোটের তিনটি কপি দেওয়া হয়। এই তিনটি কপির তথ্যাদি পূরণ করে ২০০০ টাকাসহ জমা দিতে হয় বেসিক ব্যাংকে। এই ২০০০ টাকার ১০০০ টাকা সংযোগ ফি ও ১০০০ টাকা জামানত হিসেবে জমা রাখা হয়। ব্যাংক একটি ডিমান্ড নোট রেখে বাকি দুটি ডিমান্ড নোট ফেরত দেয়। চট্টগ্রামের ক্ষেত্রে ৫০০ টাকা সংযোগ ফি এবং ৫০০ টাকা জামানত, সর্বমোট ১০০০ টাকা প্রদান করতে হয়। এ ছাড়া অন্যান্য জেলা ও উপজেলায় ৩০০ টাকা সংযোগ ফি এবং ৩০০ টাকা জামানত দিতে হয়।

সংযোগ প্রাপ্তি

দুটি ডিমান্ড নোটের একটি আবেদনকারীকে নিজের কাছে রেখে অন্যটি বিভাগীয় প্রকৌশলীর দপ্তরে জমা দিতে হয়। জমা দেওয়ার এক থেকে সাত দিনের মধ্যে বাসায় টেলিফোনের সংযোগ দেওয়া হবে।

সার্বিক যোগাযোগ বিটিসিএল : তেজগাঁও ভবন, ৩৭/ই, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

ফোন : ৮৩১৪১৫৫ ওয়েব-www.btcl.gov.bd