
অ্যাপ ছাড়া স্মার্ট দুনিয়া অচল। ফেসবুকে অ্যাপ অনেক কাজেই লাগে। যেমন কোন গেম খেলতে বা কোন ওয়েব সাইটে লগইন করতে। কিন্তু এটি ব্যবহারে সতর্ক হওয়া উচিত। সিকিউরিটি কমে যাচ্ছে এমন সাইটে অ্যাপ দিয়ে লগইন বা গেম না খেলাই উচিত।
কারণ অ্যাপের মাধ্যমে__ আপনি গেম বা অন্য ওয়েব ওয়েব সাইটে যখন লগইন করেন, তখন তারা হাতিয়ে নেয় আপনার গুরুত্বপূর্ণ তথ্য। যেমন ছবি দুটো দেখুন। ফেসবুকে একটি গেম খেলার আগে সাধারণত এ রকম আসে। অনেকে বেখেয়ালে OK OK প্রেস করেন। পড়েন না। বিষয়টি ভালোভাবে বুঝতে দ্বিতীয় ছবিটি দেখুন। সে আপনার ফ্রেন্ডলিষ্ট,...