Monday, August 3, 2015

ফেসবুকে অ্যাপ ব্যবহারে সতর্ক হন

0 comments
অ্যাপ ছাড়া স্মার্ট দুনিয়া অচল। ফেসবুকে অ্যাপ অনেক কাজেই লাগে। যেমন কোন গেম খেলতে বা কোন ওয়েব সাইটে লগইন করতে। কিন্তু এটি ব্যবহারে সতর্ক হওয়া উচিত। সিকিউরিটি কমে যাচ্ছে এমন সাইটে অ্যাপ দিয়ে লগইন বা গেম না খেলাই উচিত।

কারণ অ্যাপের মাধ্যমে__ আপনি গেম বা অন্য ওয়েব ওয়েব সাইটে যখন লগইন করেন, তখন তারা হাতিয়ে নেয় আপনার গুরুত্বপূর্ণ তথ্য। যেমন ছবি দুটো দেখুন। ফেসবুকে একটি গেম খেলার আগে সাধারণত এ রকম আসে। অনেকে বেখেয়ালে OK OK প্রেস করেন। পড়েন না। বিষয়টি ভালোভাবে বুঝতে দ্বিতীয় ছবিটি দেখুন। সে আপনার ফ্রেন্ডলিষ্ট, ইমেইল অ্যাড্রেস নিচ্ছে। তবে অন্য আরো অ্যাপ আছে যেগুলো আপনার পুরো নাম, জেন্ডার, জন্ম তারিখ, মোবাইল নম্বরও নেয়।

অনেকে বলেন, ইদানিং তার আইডি হ্যাক হয়েছে, কে বা কারা স্পাম বা ভাইরাস ছড়াচ্ছে। শুধু এই দুই কথাতেই বোঝা যায় সে বোকা। নিজেকে চালাক বা পপুলার করার জন্য ভাইরাস বা আইডি হ্যাকের কথা বলছে।

আগে তার মত একজন এ ধরণেনর লিঙকে ক্লিক করে তার ফ্রেন্ডদের ট্যাগ করছে। পরে ট্যাগ পাওয়া আপনি বা অন্য কেউ আবার সেই লিঙকে ক্লিক করছেন। আবার সেটি আপনার বন্ধুদের ট্যাগ করছে। এভাবে আবার আপনার বন্ধু কেউ লিংকে ক্লিক করছে। স্পামটি এভাবেই ছড়িয়ে পড়ছে। অনেকে বলেন এটি ভাইরাস। কিন্তু না। পিসিতে Anti-Malware বা Anti-Virus দিয়ে স্ক্যান করিয়েও সমাধান পান না।

সমাধান পেতে হলে আপনাকে ফেসবুকের মাধ্যমেই পেতে হবে। এই ধরণের শেয়ার আসলে কোনভাবেই ওই পোষ্টের ওপর ক্লিক করা যাবে না। প্রথমেই ওই পোষ্টের ডানপাশে উপরে "আন্ডার অ্যারো"তে ক্লিক করুন।
Click to enlarge

সেখানে কতগুলো অপশন আছে…….
বেশী কষ্ট করতে না চাইলে শুধু Hide Post দিন।
আর ওই ফ্রেন্ড যদি বার বার এ ধরণের পোষ্ট শেয়ার দিতেই থাকে ২য়টা আনফলো (ফ্রেন্ড নাম) করে দিন।
চাইলে যে লিঙক থেকে আসছে সেটাও করতে পারেন আনফলো। ৩য় টা। এটাই করা ভালো।
আরো ভালো হয় Report Post এ গিয়ে সেটি ফেসবুককে জানানো।