Friday, December 11, 2015

Hair Regrowth by PRP Treatment

0 comments
PRP চুল পড়া রোধ করে নতুন চুল গজায়, বিদ্যমান চুলকে শক্ত ও মোটা করে।

এ পদ্ধতিতে রোগীর শরীর হতে অল্প পরিমান (১০ - ২০মিলি) রক্ত বের করে সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে PRP আলাদা করা হয়। এরপর সিরিঞ্জের মাধ্যমে প্রয়োজন অনুসারে মাথার ত্বকে বা অন্য প্রয়োজনীয় জায়গায় দেয়া হয়।
PRP তে থাকা রক্তকোষ হতে বিভিন্ন Growth factor নিঃসৃত হয়। এর মধ্যে hair growth factor এর দ্বারা মাথার ত্বক উদ্দীপিত হয় যা

PRP ছেলে ও মেয়ে উভয়ের চুল পড়ার চিকিৎসায় প্রযোজ্য । এ পদ্ধতিতে যেহেতু রোগীর শরীরের রক্ত থেকে চিকিৎসা হচ্ছে এজন্য এটা শতভাগ নিরাপদ ও প্বার্শ প্রতিক্রিয়া মুক্ত। এটা একটি ব্যথামুক্ত প্রক্রিয়া। এটা করার আগে একটু ব্যথানাশক ব্যবহার করা হয়। এজন্য ব্যথা অনুভূত হয় না।

HL LASER CARE
41, Kamal Ataturk Avenue
Banani, Dhaka-1213.
or
Please Call us:
Ph: 01711615016
Ph: 01977600500