
PRP চুল পড়া রোধ করে নতুন চুল গজায়, বিদ্যমান চুলকে শক্ত ও মোটা করে।
এ পদ্ধতিতে রোগীর শরীর হতে অল্প পরিমান (১০ - ২০মিলি) রক্ত বের করে সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে PRP আলাদা করা হয়। এরপর সিরিঞ্জের মাধ্যমে প্রয়োজন অনুসারে মাথার ত্বকে বা অন্য প্রয়োজনীয় জায়গায় দেয়া হয়।
PRP তে থাকা রক্তকোষ হতে বিভিন্ন Growth factor নিঃসৃত হয়। এর মধ্যে hair growth factor এর দ্বারা মাথার ত্বক উদ্দীপিত হয় যা
PRP ছেলে ও মেয়ে উভয়ের চুল পড়ার চিকিৎসায় প্রযোজ্য । এ পদ্ধতিতে যেহেতু রোগীর শরীরের রক্ত থেকে চিকিৎসা হচ্ছে এজন্য...