Friday, April 22, 2016

মসলিন

0 comments
বাঙালীর উৎপাদিত সূক্ষ্ম কাপড়ের নামকরণ ‘মসলিন’ শব্দটি কোথায় কীভাবে জন্ম নিয়েছিল ইতিহাসে তার ধারণা খুঁজে পাওয়া কঠিন। ঐতিহাসিক ড. আবদুল করিম মনে করেন মসলিন ফার্সি। সংস্কৃত শব্দ নয়, বাংলা তো নয়ই। হেনরি-ইউল এবং এ.সি বার্নেল মনে করেন মসলিন শব্দ মসুল থেকে উদ্ভূত। মসুল ইরাকের অন্তর্গত একটি বিখ্যাত ব্যবসাকেন্দ্র। মসুল এলাকায় পুরাকালে উৎকৃষ্ট ধরনের বস্ত্র তৈরি হতো হয়ত ইউরোপীয়রা সূক্ষ্ম সুতি বস্ত্রকে সাধারণভাবে মসুলি বা মসুলিন নামে অভিহিত করত। এর জের ধরে ইউরোপিয়ানরা যখন ঢাকার সূক্ষ্ম মসলিন কাপড়ের সন্ধান পায়...

Wednesday, April 20, 2016

গাঁজা পরিমাণমতো সেবনে অনেক উপকার

0 comments
গাঁজার নেশা হলে, বা সে নেশা বাড়াবাড়ি পর্যায়ে গেলে জীবনে বিপদ ডেকে আনতে পারে৷ তবে গবেষকরা বলছেন পরিমাণমতো গাঁজা ওষুধ হিসেবে সেবন করলে নাকি অনেক উপকার৷ নয়টি উপকার সম্পর্কে জানুন৷ মৃগীরোগ কমায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০১৩ সালেই জানিয়েছেন, মারিজুয়ানা বা গাঁজা একটি নির্দিষ্ট মাত্রায় নিলে মৃগী বা এ ধরণের কিছু স্নায়ুরোগ থেকে দূরে থাকা যায়৷ বিজ্ঞান বিষয়ক সাময়িকী জার্নাল অফ ফার্মাকোলজি অ্যান্ড এক্সপেরিমেন্টাল থেরাপিউটিক্স-এ ছাপাও হয়েছে তাঁদের এই গবেষণালব্ধ...

Friday, April 1, 2016

দোযখ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

0 comments
সম্ভবত দোযখের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ৫৫ ক্যাঙক্রি-ই নামের একটি অদ্ভুত গ্রহের বেশকিছু অংশ সরাসরি পর্যবেক্ষণ করার পর বিজ্ঞানীরা ধারণা করছেন পবিত্র গ্রন্থগুলোতে বর্ণনাকৃত দোযখের সন্ধান হয়তো তারা পেয়েছেন। ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের নেতৃত্বে একদল জ্যোর্তিবিজ্ঞানী নাসার স্পিটজার মহাকাশ টেলিস্কোপে ধারণকৃত ৪০ আলোক বর্ষ দূরের এই ‘সুপার-গ্রহের’ চিত্র পরীক্ষা-নিরীক্ষা করে বেশকিছু আশ্চর্যজনক তথ্য পেয়েছেন। কখনো কখনো এই ৫৫ ক্যাঙক্রি-ই গ্রহটি অদ্ভূতদর্শন বলে মনে হয়। অনেকে ধারণা করছেন গ্রহটি হীরা দ্বারা...
Pages (19)123 Next