
বাঙালীর উৎপাদিত সূক্ষ্ম কাপড়ের নামকরণ ‘মসলিন’ শব্দটি কোথায় কীভাবে জন্ম নিয়েছিল ইতিহাসে তার ধারণা খুঁজে পাওয়া কঠিন। ঐতিহাসিক ড. আবদুল করিম মনে করেন মসলিন ফার্সি। সংস্কৃত শব্দ নয়, বাংলা তো নয়ই। হেনরি-ইউল এবং এ.সি বার্নেল মনে করেন মসলিন শব্দ মসুল থেকে উদ্ভূত। মসুল ইরাকের অন্তর্গত একটি বিখ্যাত ব্যবসাকেন্দ্র। মসুল এলাকায় পুরাকালে উৎকৃষ্ট ধরনের বস্ত্র তৈরি হতো হয়ত ইউরোপীয়রা সূক্ষ্ম সুতি বস্ত্রকে সাধারণভাবে মসুলি বা মসুলিন নামে অভিহিত করত। এর জের ধরে ইউরোপিয়ানরা যখন ঢাকার সূক্ষ্ম মসলিন কাপড়ের সন্ধান পায়...