
আমাদের মধ্যে বেশীরভাগ মানুষই কি আর কী’র ব্যবহারে গন্ডগোল করে ফেলি।
সহজ ভাবে বলতে গেলে:
যে সমস্ত প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ বা না দিয়ে বা শুধুই ঘাড় নেড়ে দেওয়া যায়, সেক্ষেত্রে ব্যবহার করা হয় কি।
যে সমস্ত প্রশ্নে একটা বর্ণনামূলক উত্তর প্রয়োজন, সেক্ষেত্রে ব্যবহার করতে হয় কী।
যেমন “তুমি কি খেয়েছ?” আর “তুমি কী খেয়েছ?”-এই দুটো প্রশ্নের মধ্যে বিশাল তফাৎ। প্রথম প্রশ্নটির উত্তর যেখানে হবে হ্যাঁ অথবা না, দ্বিতীয়টির উত্তর সেখানে হতে পারে "ভাত", “রুটি”, “মিষ্টি” এসব।
প্রথম প্রশ্নটিতে জোর দিতে হবে খেয়েছ...