Monday, January 1, 2018

রিজুম ও সিভি এর মধ্যে পার্থক্য

0 comments
রেজুমের কথা কেন বললাম সিভি না বলে? কারণ হলো সিভি হচ্ছে এক একাডেমিক লেভেল থেকে আরেক একাডেমিক লেভেলে যেতে লাগে এমন ডকুমেন্ট। সিভিতে আপনি কি কি বিষয়ে পড়াশোনা করেছেন, রিসার্চ করেছেন, প্রজেক্ট করেছেন, থিসিস করেছেন, কনফারেন্স ও ট্রেনিং করেছেন সেগুলো কাজে লাগে। সাথে দিতে হয় Statement of Purpose (SOP)। আর রেজুমে হচ্ছে আপনার গ্রাজুয়েশনের পর চাকরির জন্য আবেদন করতে কাজে লাগে। সেখানে থাকতে হবে আপনার পার্ট টাইম কাজ, ভলান্টারি কাজ, এক্সট্রা কারিকুলার দক্ষতা, ট্রেনিং ইত্যাদি। আর তার সাথে দিতে হবে কভার লেটার। সুতরাং ২০১৮ সালে আমার প্রথম প্রত্যাশা থাকবে আমরা যেন সিভি ও রেজুমের মধ্যে পার্থক্য করতে পারি। সিভি চাইলে যেন রেজুমে না দেই কিংবা রেজুমে চাইলে যেন সিভি দিয়ে না বসি।

0 comments:

Post a Comment