
সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই বছরের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
কমিটির সদস্যরা হলেন___
ড. কামাল হোসেন (ঢাকা-৯, জাতীয় পরিষদ),
তাজউদ্দীন আহমদ (ঢাকা-৫, জাতীয় পরিষদ),
সৈয়দ নজরুল ইসলাম (ময়মনসিংহ-১৭, জাতীয় পরিষদ),
এ এইচ এম কামারুজ্জামান (রাজশাহী-৬, জাতীয় পরিষদ),
এম আবদুর রহিম (দিনাজপুর-৭, প্রাদেশিক পরিষদ),
এম আমীর-উল ইসলাম (কুষ্টিয়া-১, জাতীয় পরিষদ),
ক্ষিতীশ...