Monday, October 29, 2018

সংবিধান প্রণয়ন কমিটি

0 comments
সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই বছরের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। 

কমিটির সদস্যরা হলেন___ 
ড. কামাল হোসেন (ঢাকা-৯, জাতীয় পরিষদ), 
তাজউদ্দীন আহমদ (ঢাকা-৫, জাতীয় পরিষদ), 
সৈয়দ নজরুল ইসলাম (ময়মনসিংহ-১৭, জাতীয় পরিষদ), 
এ এইচ এম কামারুজ্জামান (রাজশাহী-৬, জাতীয় পরিষদ), 
এম আবদুর রহিম (দিনাজপুর-৭, প্রাদেশিক পরিষদ), 
এম আমীর-উল ইসলাম (কুষ্টিয়া-১, জাতীয় পরিষদ), 
ক্ষিতীশ চন্দ্র (বাকেরগঞ্জ-১৫, প্রাদেশিক পরিষদ), 
আবদুল মমিন তালুকদার (পাবনা-৩, জাতীয় পরিষদ), 
মো. লুৎফর রহমান (রংপুর-৪, জাতীয় পরিষদ), 
আবু সাইয়িদ (পাবনা-৫, জাতীয় পরিষদ), 
মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর (বাকেরগঞ্জ-৩, জাতীয় পরিষদ), 
আবদুল মুনতাকীম চৌধুরী (সিলেট-৫, জাতীয় পরিষদ), 
সুরঞ্জিত সেনগুপ্ত (সিলেট-২, প্রাদেশিক পরিষদ), 
খন্দকার মোশতাক আহমেদ (কুমিল্লা-৮, জাতীয় পরিষদ), 
আবদুর রউফ (রংপুর-১১, ডোমার, জাতীয় পরিষদ), 
মোহাম্মদ বায়তুল্লাহ (রাজশাহী-৩, জাতীয় পরিষদ), 
বাদল রশীদ, 
বার অ্যাট ল, খন্দকার আবদুল হাফিজ (যশোর-৭, জাতীয় পরিষদ), 
শওকত আলী খান (টাঙ্গাইল-২, জাতীয় পরিষদ), 
মো. হুমায়ন খালিদ খালিদ, 
আছাদুজ্জামান খান (যশোর-১০, প্রাদেশিক পরিষদ), 
এ কে মোশাররফ হোসেন আখন্দ (ময়মনসিংহ-৬, জাতীয় পরিষদ), 
আবদুল মমিন, 
শামসুদ্দিন মোল্লা (ফরিদপুর-৪, জাতীয় পরিষদ), 
শেখ আবদুর রহমান (খুলনা-২, প্রাদেশিক পরিষদ), 
ফকির সাহাব উদ্দিন আহমদ, 
অধ্যাপক খোরশেদ আলম (কুমিল্লা-৫, জাতীয় পরিষদ), 
সিরাজুল হক (কুমিল্লা-৪, জাতীয় পরিষদ), 
দেওয়ান আবু আব্বাছ (কুমিল্লা-৫, জাতীয় পরিষদ), 
হাফেজ হাবিবুর রহমান (কুমিল্লা-১২, জাতীয় পরিষদ), 
আবদুর রশিদ, নুরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-৬, জাতীয় পরিষদ), মোহাম্মদ খালেদ (চট্টগ্রাম-৫, জাতীয় পরিষদ) 
ও বেগম রাজিয়া বানু (নারী আসন, জাতীয় পরিষদ)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

0 comments:

Post a Comment