Sunday, May 8, 2022

হিজড়া কীভাবে হয়

0 comments

 জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে এই প্রশ্নটি প্রতিবছরই ছাত্রদের কাছ থেকে পাই যখন ক্লাসে মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি পড়াতে যাই। একটু বেশী সময় নিয়ে সিলেবাসের বাইরের এই বিষয়টি আলোচনা করি ক্লাসে। মাঠে ঘাটে অপবিজ্ঞানের থেকে বাঁচার জন্য ওদের কাছে তুলে দিতে চাই বিজ্ঞানের অমোঘ অস্ত্র। 

মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য X ক্রোমোজোম ও Y ক্রোমোজোমের বিন্যাসের ব্যাখ্যা সুপরিচিত। যদিও কেবল Y ক্রোমোজোম নয় , Y ক্রোমোজোমে থাকা sry জিন মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য প্রধান ভূমিকা পালন করে। এই দুটি ক্রোমোজোমের বিন্যাসের হেরফের হলে নানারকম সিনড্রোম দেখা যায়। 

পুরুষদেহের প্রতিটি দেহকোশে 44টি দেহক্রোমোজোমের সঙ্গে একটি X ও একটি Y ক্রোমোজোম থাকে। স্ত্রী দেহের প্রতিটি দেহকোশে 44টি দেহক্রোমোজোমের সঙ্গে দুইটি X ক্রোমোজোম থাকে। মিয়োসিস কোশ বিভাজনের মাধ্যমে পুরুষের জননমাতৃকোশ(44+XY) থেকে দুইরকম শুক্রাণু (22+X ও 22+Y) তৈরী হয়। 

মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে স্ত্রী দেহে জননমাতৃকোশ(44+XX) থেকে একরকমই ডিম্বাণু (22+X) তৈরী হয়। 22+Y শুক্রাণু ডিম্বাণুকে(সর্বদা 22+X) নিষিক্ত করলে তা থেকে তৈরী হয় পুত্র[ (22+X)+(22+Y)]=44+XY. 22+X শুক্রাণুর দ্বারা ডিম্বাণু (সর্বদা 22+X) নিষিক্ত হলে তৈরী হয় কন্যা [(22+x)+(22+X)= 44+XX]। 

কোষবিভাজনের ত্রুটির জন্য যদি একটি 22+XY শুক্রাণু তৈরী হয় আর তা 22+X ডিম্বাণুকে নিষিক্ত করে তা থেকে উৎপন্ন শিশুর ক্রোমোজোম সংখ্য হবে (22+XY)+(22+X)=44+XXY এই অবস্থায় ঘটে কালাইনেফেল্টার সিন্ড্রোম। আবার ডিম্বাণু ঊৎপাদনের সময় কোশবিভাজনের ত্রুটির জন্য 22+XX ডিম্বাণু তৈরী হলে আর তা 22+Y শুক্রাণুর দ্বারা নিষিক্ত হলেও (22+XX)+(22+Y)=44+XXY অবস্থা অর্থাৎ ক্লাইনেফেল্টার সিন্ড্রোম হতে পারে। ক্লাইনেফেল্টার শিশুর বয়ঃসন্ধিকালীন অবস্থায় পুরুষের মতো জননতন্ত্র থাকলেও স্তন গঠিত হয়। এদের উচ্চতা যথেষ্ট হয়। শুক্রাণু উৎপন্ন হয় না। সাধারণত বুদ্ধির বিকাশ কিছু কম হয়। যৌনসত্বাও ভিন্ন হয়। আমাদের পরিচিত নারী বা পুরুষের ধারণার সঙ্গে না মেলায় এদের সঙ্গে ঘটে সামাজিক ও পারিবারিক অন্যায়। বিজ্ঞান এদের হিজড়া শব্দে অভিহিত করে নি। তাহলে হিজড়া কারা?

ছেলেটি আমার স্কুলের প্রাক্তন ছাত্র। কুচিপুড়ি নৃত্যশিল্পী হিসেবে এখন দেশের বিভিন্ন প্রান্তে নৃত্যানুষ্ঠান করে। স্কুলের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে স্কুলের মঞ্চে যখন ওর পারফরম্যান্স চলছে তখন স্টাফরুমের সামনে করিডরে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে দেখতে আমার দু' তিনজন সহকর্মী ওকে নিয়ে আলোচনা করছিলেন। তাঁদের হাসিতে ঝরে পড়ছিল চটুল রস। একজন বললেন, 'ছক্কা'। ছক্কা কী? লুডো খেলার বাইরে অনেকের মুখে শুনেছি শব্দটি। ছক্কা, হিজড়ে, হোমো, মায় ঋতুপর্ণ বলে কেউ কেউ। একজন 'ছেলে' সমাজনির্মিত ধারণা অনুযায়ী নারীসুলভ হলেই কি সে হিজড়া ? এসব শব্দ ব্যবহার করেন অনেকেই। কিন্তু জানেন না। 

জানতে শুরু করলে দেখতেন এ বিপুল জগৎ কত বৈচিত্র্যময়। এর কত কম আমরা জানি। কেবল মানুষের যৌনপরিচয়েরই সীমাহীন প্রকার। sex আর gender কি এক ?

না। sex হল জন্মগত লিঙ্গ পরিচয়। এটা biological. কিন্তু gender হল psychosocial বা মনোসামাজিক। একজন শিশু জন্মগ্রহণ করলো পুরুষ জননতন্ত্র নিয়ে। কিন্তু তার মনের ছন্দ মিলছে না সমাজনির্মিত পুরুষের ধারণার সঙ্গে। পুরুষ শরীরের ভিতরে গুমরে মরছে এক নারী। আবার স্ত্রী জননতন্ত্র নিয়ে জন্মালেও পুরুষমন নিয়ে নিজের সঙ্গে, সমাজের সঙ্গে লড়াই করে চলেছেন কত মানুষ। একজন মানুষ male বা female যে sex নিয়ে জন্মগ্রহণ করুন, তিনি নিজে নিজেকে যে যৌনসত্বায় ফেলছেন সেটা হল gender. অপারেশন, ইলেকট্রিক শক, 'বিয়ে দিয়ে দাও' করে মানসিক সত্বা gender বদলানো যায় না। কিন্তু চিকিৎসা শাস্ত্র এনেছে শরীর বদলানোর কৌশল। 

মনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে তুলতে sex change করতে চান যিনি তিনি transgender. সার্জারি, হরমোন থেরাপি, কাউন্সেলিং সহ আরো অনেক পথ অতিক্রম করে sex change করার পরে তাঁকে বলা হবে trans sexual. নারী মনের সঙ্গে ছন্দ মেলাতে জন্মগত পুরুষ জননতন্ত্রকে পরিবর্তন করে স্ত্রী জননতন্ত্র নির্মাণ করালে তিনি transwoman. পুরুষ মনের সঙ্গে সঙ্গতি বিধান করতে জন্মগত স্ত্রী জননতন্ত্রকে সরিয়ে পুরুষ জননতন্ত্র নির্মাণ করালে তাঁকে বলা হয় transman. পুরুষ, নারী, রূপান্তরকামী ছাড়াও থাকে intersex. কী এই intersex? 

মাতৃগর্ভে থাকা মানব ভ্রূণের তৃতীয় সপ্তাহ নাগাদ জননগ্রন্হির বিকাশ শুরু হয়। আট সপ্তাহের আগে পর্যন্ত জননগ্রন্হিকে বলা হয় bipotential gonda. তখোনো সেটি শুক্রাশয় বা ডিম্বাশয় - কোনোটাই নয়। এর পরে Y ক্রোমোজোমে থাকা sry জিনের খেলা শুরু হয়। প্রধানত sry জিনের প্রভাবে এবং অন্যান্য আরও কিছু জিনের সক্রিয়তার ফলে bipotential gonad ক্রমশ শুক্রাশয়ে পরিণত হতে থাকে। অন্যান্য জননাঙ্গ যেমন ভাস ডিফারেন্স, প্রস্টেট গ্ল্যান্ড, পেনিস ইত্যাদিরও গঠন শুরু হয়। ফলে ভ্রূণটি ভবিষ্যত জৈবিক পুরুষ হয়ে ওঠার পথে যাত্রা করে। যদি ভ্রূণে Y ক্রোমোজোম না থাকে কিম্বা Y ক্রোমোজোম থাকলেও sry জিন না থাকে/সক্রিয় না থাকে female pathway gene গুলির প্রভাবে bipotential gonadটি ডিম্বাশয়ে পরিণত হতে থাকে এবং জরায়ু, ফ্যালোপিয়ান নালী ইত্যাদি আনুষঙ্গিক যৌনাঙ্গের গঠন ক্রমে শুরু হয়। ফলে ভ্রূণটি ভবিষ্যত জৈবিক নারী হয়ে ওঠার পথে যাত্রা শুরু করে। এই সমস্ত জিনের ক্রিয়াশীলতার তারতম্যে তৈরী হতে পারে intersexuality. U.S. National Library of Medicine এর মতে Intersexuality বা আন্তর্লিঙ্গতা বা Variation in Sex Characteristics(VSC) হল এমন অবস্থা যেখানে বাহ্যত স্ত্রী যৌনাঙ্গ এবং অভ্যন্তরীণভাবে পুরুষ যৌনাঙ্গ গঠিত হয়। প্রায় প্রতি 5500 শিশুর মধ্যে এক জন intersex হয়। কীভাবে চেনা যাবে এদের ? ইন্টারসেক্সের গঠনে আছে যথেষ্ট বৈচিত্র্য। 


 

সকলের একরকম লক্ষণ থাকে না। কারুর পুরুষের অত্যন্ত ক্ষুদ্র পেনিস(যার দ্বারা ইন্টারকোর্স সম্ভব না) , কারুর ক্লাইটোরিস(ছবিতে দেওয়া) যথেষ্ট বড়, কারুর শুক্রথলিতে শুক্রাশয় অনুপস্থিত, কারুর স্ত্রী লেবিয়া মেজরা(ছবিতে দেওয়া) বন্ধ হয়ে শুক্রথলির মতো দেখতে লাগে, কারুর মূত্রজননছিদ্র পেনিসের অগ্রভাগে না হয়ে পেনিসের গোড়ায়, কারুর যোনিছিদ্র বন্ধ। কিছু কিছু ক্ষেত্রে বাহ্যিক গঠন দেখে জন্ম থেকেই বোঝা যায়। কারুর ক্ষেত্রে বোঝা যায় বয়ঃসন্ধির সময়। কারুর ক্ষেত্রে তাও বোঝা যায় না। সালট্রাসোনাগ্রাফি , ওপেন সার্জারি করতে গেলে হয়তো জানা গেলো নারী শরীরের ভিতরে রয়েছে পুরুষ যৌনাঙ্গ কিম্বা উল্টোটা। একজন ট্রান্সজেন্ডার হলেই হিজড়ে হবেন তা যেমন নয় একজন intersex হলেই হিজড়ে হবেন তাও নয়। 2014 সালে ভারতের মহামান্য সর্বোচ্চ আদালত হিজড়াদের 3rd gender এর মান্যতা দিয়েছেন। কোনো ফর্মে sex এর জায়গায় male/female/third gender লেখার মধ্যে আছে এক ভ্রান্তি। কারণ sex আর gender এক নয়। হিজড়ে ভারতীয় উপমহাদেশের এক প্রান্তিক কিন্তু বিভিন্নতাযুক্ত লিঙ্গগোষ্ঠী যারা নির্দিষ্ট পেশাগত ও সাংস্কৃতিক পরিচয় সম্পন্ন।  

লেখাঃ অরূপ রতন দে; শিক্ষক

0 comments:

Post a Comment