Monday, January 25, 2010

কারাত

0 comments
একক কাতা, তিন কাতা আর কুমিতে। কারাতের সঙ্গে যাঁরা পরিচিত নন, শব্দগুলো তাঁদের কাছে দুর্বোধ্য মনে হতেই পারে। জাপানি ভাষায় কুমিতে মানে হলো যুদ্ধ, আর কাতা মানে ডেমনস্ট্রেশন বা প্রদর্শনী। কারাতে খেলায় প্রতিপক্ষের সঙ্গে সরাসরি লড়াইয়ের ইভেন্ট হলো কুমিতে, আর কাতা হলো 'ছায়াযুদ্ধ'_অদৃশ্য প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ের প্রদর্শনী।

0 comments:

Post a Comment