
হাড ফোঁপরা হওয়ার কারণ সম্বন্ধে ইদানী অনেক কিছু জানা গেছে। মানব কংকালের গঠন বজায় রাখার জন্য দেহের অন্ত:ক্ষ বা গ্রন্থির রস হরমোনের নানান খেলার খবর জানা গেছে। এখন বোঝা যাচ্ছে হাড ভাঙ্গে কেন-এর প্রধান কারণ হাড় ফোঁপরা হওয়া। চিকিত্সার ভাষায় “অস্টিওপরোসিস”। হাড়গুলো দুর্বল হয়ে ফোঁপরা ও ভঙ্গুর হয়ে গেলে এর প্রতিটি ধরনের জন্য আছে নির্দিষ্ট চিকিত্সা।
অস্টিওপরোসিসকে বার্ধক্যের একটি স্বাভাবিক অংশ বলেই ধরি আমরা, বেশির ভাগ মহিলার দৈহিক উচ্চতাও কম হয় এজন্য আবার পিঠ একটু কুজোও হয়। কিন্তু বিজ্ঞানীরা এখন বুঝতে...