
বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন নামে পরিচিত। স্থাপনাটি দেশের রাজধানী ঢাকায় অবস্থিত। প্রাসাদটি মূলত ব্রিটিশ ভাইসরয় অব ইন্ডিয়ার অস্থায়ী বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্থাপনাটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে।
ইতিহাসে বাংলার সালতানাতের আমলে বঙ্গভবন যে স্থানে তা ছিল হজরত শাহ্জালাল দাখিনি নামক ঢাকার এক সুফি সাধকের। সুলতানের চরের দ্বারা সুফি সাধক এবং তার অনুসারীরা নিহত হলে তাদের এখানে কবর দেওয়া হয়। স্থানটি দ্রুত সাধকের ভক্তদের মাঝে...