বার্লিনে সবচেয়ে আকর্ষণীয় ভবন স্কলস ভেলব্যু। শুধু আকারেই বড় নয়, এই দৃষ্টিনন্দন স্থাপত্য সবাইকে মুগ্ধ করে। ১৯৯৪ সাল থেকে জার্মানির রাষ্ট্রপতি বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে। এর নির্মাণ শুরু হয় ১৭৮৬ সালে। ফিলিপ ড্যানিয়াল নামক এক আর্কিটেক্ট এর নকশা করেন। তখন এটি গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য ব্যবহৃত হতো। অনেকেই এই বিশাল বাড়িটি ভাড়া নিয়ে ছুটি কাটাতেন। পরবর্তী সময়ে এটি ঐতিহাসিক বাসভবন হিসেবে আলাদা গুরুত্ব পায়। এটি জার্মানির নিউক্লাসিক্যাল ভবনগুলোর প্রথম উদাহরণ হওয়ায় স্থাপত্যশিল্পীদের দুই নয়নের মণি। প্রায় ২০ একর জমিজুড়ে এই প্রাসাদটি নির্মিত হয়েছিল। ১৯১৮ সালের আগে এটি রাজাদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু পরবর্তী সময়ে ১৯৪৫ মে মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি মারাত্দকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থাপত্যশৈলীর অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন ভেঙে যাওয়ায় এটি পুনঃনির্মাণের প্রয়োজন পড়ে। ১৯৫০ সালে এটি আবার নতুন করে ঠিক করা হয়। ১৯৫৭ সালের পর থেকে এটি জার্মানির চ্যান্সেলর ভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন সময় এটি নকশা পাল্টে নতুন করে নির্মিত হয়েছে। ১৯৮৭ সালের পর ২০০৪-২০০৫ সালেও এর একটি বড় অংশ পুনঃনির্মাণ করা হয়। এই ভবন যতটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি হলো একটি ঐতিহাসিক ভবন হিসেবে।
- তানভীর আহমেদ
0 comments:
Post a Comment