Friday, September 27, 2013

হোয়াইট হাউস [মার্কিন যুক্তরাষ্ট্র]

0 comments
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র বলা হয় যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ভবনের গুরুত্বও তাই অনেক বেশি। হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ভবন। এ ভবনের নির্মাণ শুরু হয়েছিল ১৩ অক্টোবর ১৭৯২ সালে। প্রায় ২২০ বছর আগে এর নকশা তৈরি করেন স্থপতি জেমস হোবান। হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাফতরিক বাসভবন। ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত বাসভবনটি ১৭৯২ থেকে ১৮০০ সালের মধ্যে নির্মাণ করা হয়। জন অ্যাডামসের পর থেকে যুক্তরাষ্ট্রের সব রাষ্ট্রপতিই এ বাসভবনে ছিলেন। আয়ারল্যান্ডের নাগরিক হোবানের অসাধারণ স্থাপত্যশৈলীর এটি একটি। ১৮০১ সালে টমাস হোয়াইট হাউসে উঠলে, তিনি ভবনের সামনের দিকের অংশ প্রসারিত করেন। তিনি ভবনটির সামনে দুটি স্তম্ভসারি তৈরি করেছিলেন। ১৮১৪ সালে যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী হোয়াইট হাউসকে আগুনে পুড়িয়ে ফেলে, এ সময় বাসভবনটির পুরো অভ্যন্তরের অংশ এবং বাইরের বেশ খানিকটা ধ্বংস হয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই পুনঃনির্মাণ শুরু হয়। ১৮১৭ সালের অক্টোবরে জেমস মনরো এ আংশিক নির্মিত ভবনে ওঠেন। এদিকে ভবনের নির্মাণ কার্যক্রম চলতে থাকে। ১৮২৪ সালে ভবনের দক্ষিণ ভাগের এবং ১৮২৯ সালে উত্তরদিকের স্তম্ভগুলো নির্মিত হয়। ১৯০৯ সালে প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট ভবনের দক্ষিণ অংশ সম্প্র্রসারিত করেন এবং সর্বপ্রথম ওভাল অফিস প্রতিষ্ঠা করেন। ওভাল অফিস পরবর্তীতে ভবনের সম্প্র্রসারণের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তৃতীয় তলার চিলেকোঠাটি ১৯২৭ সালে বাসযোগ্য করে তৈরি করা হয়। সামাজিক অনুষ্ঠানের অভ্যর্থনার জন্য ভবনটির পূর্বদিকে একটি অংশ তৈরি করা হয়। তৈরিকৃত উভয় অংশই জেফারসনের নির্মিত স্তম্ভসারির সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বাসভবন নিয়ে কম লেখালেখি হয়নি। বিশেষ করে স্থাপত্যশৈলী নিয়ে বারবার আলোচনা হয়েছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপতি থাকেন এ ভবনে। পৃথিবীর বিখ্যাত ও প্রাচীন ভবন হোয়াইট হাউস। আমেরিকার স্বাধীনতার পর থেকে সব রাষ্ট্রপতিরই বাসভবন হয়ে ওঠে এটি, একমাত্র জর্জ ওয়াশিংটন ছাড়া, যিনি ছিলেন এর রূপকার। যদিও ১৯০১ সালে থিয়োডোর রুজভেল্ট তার ব্যবহৃত নিজস্ব কাগজপত্রে, ব্যক্তিগত প্যাডে হোয়াইট হাউস নামটি ছাপিয়ে ব্যবহার করার পর থেকেই সরকারিভাবে এ নামটি চালু হয়। তার প্রথম তলায় ক্লোক রুম, চায়না রুম, কিচেন, লাইব্রেরি আর দোতলায় ফেডারেল স্টেটরুম ইত্যাদি অবস্থিত। আর রয়েছে বিখ্যাত ব্লু-রুম আর রেডরুম। এখানে রাষ্ট্রপতিরা তাদের পরিবারবর্গ, সরকারি কর্মী ও এক সুশিক্ষিত আত্দরক্ষাবাহিনী নিয়ে বাস করেন। এটি শুধু রাষ্ট্রপতিদের বাসস্থানই নয়, অফিসও। প্রায় ১৮ একর জমিতে প্রসিদ্ধ বাগান রয়েছে ১৬০০ পেনসিলভানিয়া এভিনিউতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের ওই বাসভবনে।

0 comments:

Post a Comment