
হঠাত্ হঠাত্ বৈশাখী ঝড় ছুঁয়ে গেলেও বাড়ছে গরমের তীব্রতা। সেই সঙ্গে বাড়ছে পোকামাকড়ের উপদ্রবও। মশা, মাছি, পিঁপড়া, তেলাপোকা তো বটেই, অনেক অচেনা-অজানা পোকামাকড়ের উপদ্রবও ঘটছে এবারের গরমে। তাই নিজের সুরক্ষায় ঘরদোর রাখুন পরিষ্কার-পরিচ্ছন্ন। এতে রোগবালাই যেমন কম হবে, তেমনি আপনার গৃহকোণটিও থাকবে পোকামাকড়মুক্ত। আপনার নিয়মিত করা মাত্র কয়েকটি কাজ আপনাকে রাখবে সুরক্ষিত।
• -ঘরের কোণে অন্ধকার জায়গায় একটা পাত্রে সামান্য গরম পানিতে কর্পূর মিশিয়ে রেখে দিন। এতে মশার উপদ্রব কমে যাবে।
• -বাগানে, বাড়ির আঙিনা বা...