Thursday, May 27, 2021

Venom আর Poison কি এক জিনিস

0 comments

 “Venom” মানে বিষ। "Poison" মানেও বিষ।

কিন্তু Venomআর Poisonএক জিনিস নয়। Venom আর poison এর একটা মজাদার সংজ্ঞা আছে।
"If something bites and you die, you die because of venom"
"If you bite something and you die, you die because of poison"
অর্থাৎ বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, কোনো কিছু যদি রক্তে মিশে গিয়ে বিষক্রিয়া হয় তাহলে সেটা "Venom"। এই জন্যে সাপের বিষকে Venom বলা হয়, Poison নয়।
অন্যদিকে, কোনো কিছু যদি পেটে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করে তাহলে সেটাকে বলা হয় Poison। যেমন, ইঁদুর মারা বিষ বা কীটনাশক জাতীয় পদার্থ।



কেউ সাপের বিষ খেয়ে ফেললে কী হবে?
অধিকাংশ বিষাক্ত সাপের বিষ এক ধরণের জটিল প্রোটিন, যার প্রধান উপাদানের নাম হলো নিউরোটক্সিন(Neurotoxin)। এই রাসায়নিকটি শুধুমাত্র রক্তের সাথে মিশে গিয়েই বিষক্রিয়া সৃষ্টি করে। পেটে গেলে পেপসিন বা ট্রিপসিন(প্রোটিন হজমে সাহায্যকারী উৎসেচক), এটিকে রাসায়নিক ভাবে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ যে পরিমাণ বিষ রক্তে গেলে মৃত্যু ঘটে, সেই পরিমাণ বিষ পেটের মধ্যে গেলে হয় তো কিছুই হবে না। এক্ষেত্রে মনে রাখা উচিত পেটে যাওয়ার আগে মুখ বা খাদ্যনালীতে ঘা বা কাটা অংশ থাকলে সেখান দিয়ে বিষ রক্তে মিশে গেলে বিপর্যয় ঘটতে পারে।

0 comments:

Post a Comment