Friday, September 27, 2013

হেলসিঙ্কি, ফিনল্যান্ড

0 comments
একটি ওয়ালেট কুড়িয়ে পেলে আপনি সেটা রেখে দেবেন নাকি মালিককে ফিরিয়ে দেবেন?

এই বিষয় নিয়ে নতুনভাবে চালানো এক জরিপে দেখা গেছে বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ফিনল্যান্ডের শহর হেলসিঙ্কির বেশির ভাগ জনগণ ওয়ালেটটি ফিরিয়ে দেবে। হেলসিঙ্কি শহরে ফেলে রাখা ১২টি ওয়ালেটের মধ্যে ১১টি ফেরত এসেছে।

রিডারস ডাইজেস্ট ম্যাগাজিনের একটি প্রজেক্টের অংশ হিসেবে বিশ্বের ১৬টি শহরে ওয়ালেট ফেলে রাখা হয়েছিল এটা দেখার জন্য যে, কয়টি ফেরত আসে।
ফেলে রাখা প্রতিটি ওয়ালেটে ফোন নম্বর, একটি পারিবারিক ছবি, বিজনেস কার্ড, কূপন এবং ৫০ মার্কিন ডলার বা ৩১ ইউরো করে রাখা ছিলো।

জরিপ শেষে ফলাফলে দেখা যায়, ভারতের মুম্বাই দ্বিতীয় স্থান লাভ করা সৎ মানুষের শহর যেখানে ১২টির মধ্যে ৯টি ওয়ালেট ফেরত এসেছে। এরপরেই রয়েছে হাঙ্গেরির বুদাপেস্ট ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, যেখানে ১২টার মধ্যে ৮টি ফেরত এসেছে।

এ তালিকায় পর্তুগালের লিসবন সবচেয়ে বেশি অসৎ মানুষের শহর হিসেবে স্থান পেয়েছে । সেখানে ১২টির মধ্যে মাত্র একটি ওয়ালেট ফেরত এসেছে।

0 comments:

Post a Comment