Monday, October 3, 2011

ক্যাডমিয়াম

0 comments
ক্যাডমিয়াম ও রূপার সঙ্কর রূপার চেয়েও উজ্জ্বল সাদা হয়। এটি খুব ভালো পালিশ করা যায়। তাই রূপার আধার ও গহনা তৈরি করা হয় এই সঙ্কর দিয়ে। সোনা, রূপা বা তামার সাথে ক্যাডমিয়াম মিশিয়ে অলঙ্কার এবং মূল্যবান শৌখিন দ্রব্য তৈরি করা যায়। টিন, দস্তা ও ক্যাডমিয়ামের সঙ্কর কাজে লাগে অ্যালুমিনিয়াম ও ব্রোঞ্জ রাং ঝালাইয়ের কাজে। হলুদ রঙ তৈরি করতে ক্যাডমিয়াম সালফাইড ব্যবহার করা হয়।

0 comments:

Post a Comment