
এটি প্রকৃতির এমন এক ব্যতিক্রমী বৈশিষ্ট্য যেখানে হঠাৎ পানি লাল বর্ন ধারন করে। এমনটি প্রধানত উপকূলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। প্রথমে পানি হালকা গোলাপী, তারপর গাঢ় গোলাপী বর্ন ধারন করে। পরিশেষে তা রুপ নেয় লাল রংয়ে। কোন কোন সময় তা সবুজ বর্নেরও হতে পারে। অনেক সময় এই পানিতে টক্সিনের প্রভাব লক্ষ্য করা যায় যা প্রানীকূলের জন্য অত্যন্ত ক্ষতিকর।
...