এটি প্রকৃতির এমন এক ব্যতিক্রমী বৈশিষ্ট্য যেখানে হঠাৎ পানি লাল বর্ন ধারন করে। এমনটি প্রধানত উপকূলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। প্রথমে পানি হালকা গোলাপী, তারপর গাঢ় গোলাপী বর্ন ধারন করে। পরিশেষে তা রুপ নেয় লাল রংয়ে। কোন কোন সময় তা সবুজ বর্নেরও হতে পারে। অনেক সময় এই পানিতে টক্সিনের প্রভাব লক্ষ্য করা যায় যা প্রানীকূলের জন্য অত্যন্ত ক্ষতিকর।
বিষয় সমূহ
- Animal (67)
- Artical (29)
- Education (79)
- Fitness (19)
- Food (40)
- Game (12)
- Hijra(হিজড়া) (7)
- Journalism (23)
- Law (19)
- Liberation War(মুক্তিযুদ্ধ) (34)
- Love Effect (26)
- Mosque (42)
- Music (16)
- Nobel Prize (5)
- Organization (30)
- Others (56)
- Plants(গাছ-পালা) (29)
- Politics(রাজণীতি) (22)
- Scandal Religion (1)
- Tribe (8)
- Violence (16)
- Wikileaks (3)
Like for Update
64 Districts
- Bagerhat (4)
- Bandarban (3)
- Barisal (3)
- Bhola (3)
- Bogra (11)
- Brahmanbaria (2)
- Chandpur (4)
- Chapai Nawabganj (2)
- Chittagong (6)
- Comilla (2)
- Cox's Bazar (13)
- Dhaka (65)
- Dinajpur (6)
- Faridpur (1)
- Feni (1)
- Gaibandha (1)
- Gazipur (3)
- Gopalgonj (2)
- Habiganj (2)
- Jamalpur (4)
- Jessore (3)
- Jhenidah (2)
- Khagrachari (1)
- Khulna (3)
- Kishorgonj (2)
- Kurigram (1)
- Kushtia (3)
- Lalmonirhat (2)
- Madaripur (3)
- Magura (1)
- Manikgonj (1)
- Meherpur (2)
- Moulvibazar (14)
- Munsiganj (3)
- Mymensingh (5)
- Naogaon (8)
- Narayanganj (2)
- Natore (10)
- Netrokona (1)
- Nilphamari (2)
- Noakhali (1)
- Pabna (3)
- Panchagarh (2)
- Patuakhali (7)
- Pirojpur (1)
- Rajbari (1)
- Rajshahi (8)
- Rangamati (3)
- Rangpur (5)
- Satkhira (4)
- Sherpur (2)
- Sirajganj (5)
- Sunamganj (4)
- Sylhet (11)
- Tangail (1)
Friday, January 20, 2012
বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর
বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর হচ্ছে সৌদিআরবের 'King Fahd International Airport' এই বিমানবন্দরের আয়তন ৭৮০ বর্গ কি.মি.।
যা কিনা প্রতিবেশী দেশ বাহরাইনের (৭৫০ বর্গ কি.মি.) চেয়েও বড় !!!
যা কিনা প্রতিবেশী দেশ বাহরাইনের (৭৫০ বর্গ কি.মি.) চেয়েও বড় !!!
হ্যালো
আমরা ফোন রিসিভ করার সাথে সাথে বলি HELLO…
কিন্তু জানেন কি এই HELLO এর প্রচলন কিভাবে হয়েছিলো?
HELLO যে একটা মেয়ের নাম এটাও কি জানা আছে আপনার???
কি অবাক হলেন??? ভাবছেন কে ওই মেয়েটা??
মেয়েটা হচ্ছে মার্গারেট HELLO ... টেলিফোন এর আবিষ্কারক গ্রাহামবেল এর গার্লফ্রেন্ড!!!
... এটা প্রচলিত গল্প।
হ্যালো বহুল ব্যবহৃত পৃথিবীর সবচেয়ে প্রচলিত একটি গ্রিটিং যাকে বাংলায় সম্ভাষন বলা চলে। হ্যালো শব্দটি একটি ইংরেজী শব্দ। ১৮৮৩ সালে এটি ডিকশনারীর অর্ন্তভুক্ত হয়।
প্রথম কখন কে হ্যালো শব্দটি ব্যবহার করেছে এ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। Mark Twin এর সেমি-অটোবায়োগ্রাফি বইতে প্রথম তিনি এ শব্দটি ব্যবহার করেন। এ বইটির প্রকাশকাল ছিল ১৮৭২। যদিও এর আগেই টেলিফান আবিস্কার হয়েছিল সে হিসেবে বলা চলে এই শব্দটি হয়তো আরো আগেই ব্যবহৃত হয়েছিল। ১৮৬০ সাল থেকে এই শব্দটি লেখালেখি ও সাহিত্যে স্থান পেতে শুরু করল।
একটি সূত্র মতে জানা যায় যে টমাস এডিসন প্রথম টেলিফোন রিসিভ করার সময় Hullo শব্দটি শুনেন। আলঅকজান্ডার গ্রাহামবেল টেলিফোনে গ্রিট করার জন্য Ahoy (as used on ships) ব্যবহার করেছিলেন। (wiki)
কিন্তু জানেন কি এই HELLO এর প্রচলন কিভাবে হয়েছিলো?
HELLO যে একটা মেয়ের নাম এটাও কি জানা আছে আপনার???
কি অবাক হলেন??? ভাবছেন কে ওই মেয়েটা??
মেয়েটা হচ্ছে মার্গারেট HELLO ... টেলিফোন এর আবিষ্কারক গ্রাহামবেল এর গার্লফ্রেন্ড!!!
... এটা প্রচলিত গল্প।
হ্যালো বহুল ব্যবহৃত পৃথিবীর সবচেয়ে প্রচলিত একটি গ্রিটিং যাকে বাংলায় সম্ভাষন বলা চলে। হ্যালো শব্দটি একটি ইংরেজী শব্দ। ১৮৮৩ সালে এটি ডিকশনারীর অর্ন্তভুক্ত হয়।
প্রথম কখন কে হ্যালো শব্দটি ব্যবহার করেছে এ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। Mark Twin এর সেমি-অটোবায়োগ্রাফি বইতে প্রথম তিনি এ শব্দটি ব্যবহার করেন। এ বইটির প্রকাশকাল ছিল ১৮৭২। যদিও এর আগেই টেলিফান আবিস্কার হয়েছিল সে হিসেবে বলা চলে এই শব্দটি হয়তো আরো আগেই ব্যবহৃত হয়েছিল। ১৮৬০ সাল থেকে এই শব্দটি লেখালেখি ও সাহিত্যে স্থান পেতে শুরু করল।
একটি সূত্র মতে জানা যায় যে টমাস এডিসন প্রথম টেলিফোন রিসিভ করার সময় Hullo শব্দটি শুনেন। আলঅকজান্ডার গ্রাহামবেল টেলিফোনে গ্রিট করার জন্য Ahoy (as used on ships) ব্যবহার করেছিলেন। (wiki)
তিয়ানমেন পর্বতের আকাশপথ
চীনের হুনান প্রদেশের ঝ্যাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কের অন্তর্গত তিয়ানমেন পর্বতে আগত পর্যটকরা বেশ উৎসাহের সাথে ভ্রমণ করে। কারন খাড়া এই পর্বতগাত্র ঘেঁষে রয়েছে ভূমি থেকে ১,৪৩০ মিটার উচ্চতায় নির্মিত আকাশ পথ। ৩ ফুট প্রস্থ ও প্রায় ২০০ ফুট দীর্ঘ এই আকাশপথটি পথটি গ্লাস দিয়ে নির্মিত যা ২.৫ ইন্চি পুরু। আপনি যদি রোমাঞ্চ কিংবা শিহরণ প্রিয় ব্যক্তি হন তাহলে ঘুরে আসতে পারেন চীনের হুনান প্রদেশের আকর্ষনীয় এই পর্যটন কেন্দ্রটি।
বিশ্বের দীর্ঘতম বাস
চীনে পাবলিক পরিবহন হিসেবে দীর্ঘতম বাস চালু হচ্ছে। চীনের বেইজিং এবং হ্যাংজুতে চলবে এ বাস। খবর ডিজিটাল ট্রেন্ডস-এর।
এ বাসটির নাম ‘ইয়াংম্যান জেএনপি ৬২৫০জি। বাসটি ৮২ ফুটেরও বেশি লম্বা। বাসটি একসঙ্গে ৩০০ যাত্রী বহন করতে পারে।
বাসটি সব্বোর্চ ঘন্টায় ৫০ মাইল বেগে ছুটতে পারে। তবে, চীনা কর্তৃপক্ষ বলছে, চীনের ব্যস্ত রাস্তায় চলার জন্য এ গতিই যথেষ্ট।
এ বাসটির নাম ‘ইয়াংম্যান জেএনপি ৬২৫০জি। বাসটি ৮২ ফুটেরও বেশি লম্বা। বাসটি একসঙ্গে ৩০০ যাত্রী বহন করতে পারে।
বাসটি সব্বোর্চ ঘন্টায় ৫০ মাইল বেগে ছুটতে পারে। তবে, চীনা কর্তৃপক্ষ বলছে, চীনের ব্যস্ত রাস্তায় চলার জন্য এ গতিই যথেষ্ট।
বিয়ের গাণিতিক সূত্র
সম্প্রতি জেনেভা স্কুল অব বিজনেসের গবেষকরা দাবি করেছেন, তারা আদর্শ পাত্রী খুঁজে বের করার গাণিতিক সূত্র উদ্ভাবন করেছেন। গবেষকদের মতে, আদর্শ গৃহিণী হতে হলে কনেকে বরের চেয়ে কমপক্ষে পাঁচ বছরের ছোটো হতে হবে। গবেষকদের মতে, আদর্শ গৃহিণী খুঁজে দীর্ঘস্থায়ী পারিবারিক জীবনযাপন করতে হলে বর-কনের বয়সের পার্থক্য হতে হবে কমপক্ষে পাঁচ বছর এবং তারা একইরকম পারিবারিক সংস্কৃতি থেকে উঠে আসতে হবে এবং মেয়েকে ছেলের তুলনায় বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন হতে হবে। গবেষকরা জানিয়েছেন, আদর্শ পরিবার গঠনের উদাহরণ হিসেবে ডিউক অব এডিনবরা এবং রানীর কথাটি বলা যায়। এ ক্ষেত্রে ডিউক এবং রানীর বয়সের পার্থক্য প্রায় ৫ বছরের। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ইউরোপীয় গবেষণা সাময়িকী ‘অপারেশনাল রিসার্চ’-এ। গবেষকরা আরও জানিয়েছেন, সুখী এবং দীর্ঘস্থায়ী দাম্পত্যে সামাজিকতার বিষয়গুলো গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে মেয়েদের শতকরা ১৭ ভাগ বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন হতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে ছেলেদের চেয়ে কমপক্ষে একটি বেশি ডিগ্রিধারী হতে হবে। গবেষণায় দেখা গেছে ফর্সা মেয়েদের তুলনায় শ্যামলা, উজ্জ্বল শ্যামলা কিম্বা কালো রং এর মেয়েরা স্বামী ও তার পরিবারের সদস্যদের বেশী ভক্তি করে। গবেষণায় আরো দেখা গেছে স্বাস্থ্যবতী মেয়েরা শান্ত শিষ্ট ও ধর্য্যশীল হয় আর ক্ষীন স্বাস্থ্যের মেয়েরা খিটখিটে মেজাজের হয়।জানা গেছে, যে পাত্রীরা তুলনামূলক আলজেবরায় ভালো, তারা সাংসারিক দুঃখ সুখ শেয়ারিং এ ভালো, আর যারা পাটীগণিতে ভালো তারা কিছুটা স্বার্থান্বেষী ধরণের হয়। আর জিওমেট্রিতে ভালো যারা, তাদের লোভ বেশী থাকে। আর, যাদের গলার স্বর চিকন থাকে, তারা বেশ লাজুক ধরণের হয়, সুরেলা কন্ঠের অধিকারীরা স্বাধীনচেতা, এবং অল্প কিছুদিনে একঘেয়েমীতে ভোগে, মোটা কন্ঠের অধিকারীরা কিছুটা রাগি এবং গম্ভীরভাবের হয়। অনেকাংশে তাদের মন ভালো হয়ে থাকে, অনেক সময় থাকে না। এছাড়াও, যেসব মেয়েরা খুব সামান্য কিছুতেই ভয় পায়, বা নোংরা দেখে খুব বেশী রিআ্যাক্ট করে এবং নাক সিঁটকায়, তাদের সাথে সম্পর্কের আগে বেশ ক’বার ভাববেন! কারণ তারা, বেশ আহ্লাদী এবং ডোমিনেটিং স্বভাবের হয়। যারা খুব বেশি খুতখুতে, কাপড় কেনার সময়, ইউনিকনেস এবং দামী হওয়া যা কিনা স্ট্যটাস সিম্বলের প্রতীক, তাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে মানবে কিনা, ভালো করে একবার ভেবে দেখবেন এ সব নিয়ম মেনে বিয়ে করলে শতকরা ২০ ভাগ সংসার সাধারণের তুলনায় বেশিদিন টিকে থাকার সম্ভাবনা থাকে। তবে গবেষকরা জানিয়েছেন, বিয়ে বিষয়টি অনেকটাই টিম ওয়ার্ক এবং পারিবারিক ঐতিহ্যের বিষয়। তবে একজন আরেক জনের ওপর বেশি আধিপত্য দেখাতে গেলেই সর্বনাশ ঘটতে পারে।
খবরটোয়েন্টিফোর.কম
খবরটোয়েন্টিফোর.কম
Friday, January 13, 2012
রূপ চর্চা
১.কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন ,কালো দাগ তো উঠবেই সাথে ঠোটে গোলাপী ভাব আসবে ।
২.কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন ।চলে যাবে ।
৩.ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে নিন ,তাড়াতাড়ি মিলিয়ে যাবে ।গ্যারান্টি ।
৪.পেডিকিউর মেনিকিউর আপনার কাছে ঝামেলা লাগে ?আরে আমি আছি না ?আজ থেকে যখনই আপেল খাবেন তখনই আপেলের খোসাটা হাত পায়ে ঢলে নিন ।ফর্সা হবে পরিস্কার হবে
৫.পায়ের গোড়ালী ফাটলে ,পেয়াজ বেটে প্রলেপ দিন ।ক্রীম কিংবা স্ক্রাব এর ঝামেলায় যেতে হবেনা ।
৬.প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাত মাজেন কুলি করেন তবুও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় ?ব্যাপার না ,নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে টানা দুইমাস নিয়মিত দুই কোঁয়া করে কমলালেবু খান ।
২.কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন ।চলে যাবে ।
৩.ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে নিন ,তাড়াতাড়ি মিলিয়ে যাবে ।গ্যারান্টি ।
৪.পেডিকিউর মেনিকিউর আপনার কাছে ঝামেলা লাগে ?আরে আমি আছি না ?আজ থেকে যখনই আপেল খাবেন তখনই আপেলের খোসাটা হাত পায়ে ঢলে নিন ।ফর্সা হবে পরিস্কার হবে
৫.পায়ের গোড়ালী ফাটলে ,পেয়াজ বেটে প্রলেপ দিন ।ক্রীম কিংবা স্ক্রাব এর ঝামেলায় যেতে হবেনা ।
৬.প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাত মাজেন কুলি করেন তবুও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় ?ব্যাপার না ,নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে টানা দুইমাস নিয়মিত দুই কোঁয়া করে কমলালেবু খান ।
Monday, January 2, 2012
ব্যাঙের জুস
পেরুতে গত ১৫ বছর ধরে ব্যাঙের জুস বিক্রি করা হচ্ছে।। সেখানকার কিছু স্থানীয়রা প্রতিদিন এই জুস পান করে থাকেন!! কারন, তাদের ধারণা, এ থেকে তারা শক্তি পায়!!
কারমেন গঞ্জালেস নামের একজন মহিলা সর্বপ্রথম এই জুস তৈরি করা শুরু করেন।। তার দেখাদেখি আরো অনেক জুসের দোকানে ব্যাঙের জুস বিক্রি করা শুরু হয়।। এক একটি দোকানে প্রতিদিন গড়ে প্রায় ৮০ গ্লাস জুস বিক্রি হয়ে থাকে।। শুধু স্থানীয়রাই নয়, এমনকি পেরুতে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছেও এই জুসের ব্যাপক চাহিদা রয়েছে!!
প্রথমে জ্যান্ত ব্যাঙগুলোকে আগে একটা একুরিয়ামে রাখা হয়।। তারপর সেখান থেকে নিয়ে মেরে সেটার চামড়া ছিলে ব্লেন্ডারে দেয়া হয়।। সাথে থাকে আরো প্রায় ২০টি উপাদান!! যেমনঃ মধু, অ্যালো ভেরা, বিভিন গাছের শিকড়, ইত্যাদি।। আপনার জন্য প্রতি গ্লাস জুসের দাম পড়বে মাত্র ২ ডলার(2$)!! তবে যারা পান করে তাদের ধারণা, মাত্র ২ ডলার এই অসাধারণ জুসটির জন্য আসলেই কম!!
ছবিতে জুস তৈরির ধাপগুলো পর পর দেয়া আছে!!
কারমেন গঞ্জালেস নামের একজন মহিলা সর্বপ্রথম এই জুস তৈরি করা শুরু করেন।। তার দেখাদেখি আরো অনেক জুসের দোকানে ব্যাঙের জুস বিক্রি করা শুরু হয়।। এক একটি দোকানে প্রতিদিন গড়ে প্রায় ৮০ গ্লাস জুস বিক্রি হয়ে থাকে।। শুধু স্থানীয়রাই নয়, এমনকি পেরুতে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছেও এই জুসের ব্যাপক চাহিদা রয়েছে!!
প্রথমে জ্যান্ত ব্যাঙগুলোকে আগে একটা একুরিয়ামে রাখা হয়।। তারপর সেখান থেকে নিয়ে মেরে সেটার চামড়া ছিলে ব্লেন্ডারে দেয়া হয়।। সাথে থাকে আরো প্রায় ২০টি উপাদান!! যেমনঃ মধু, অ্যালো ভেরা, বিভিন গাছের শিকড়, ইত্যাদি।। আপনার জন্য প্রতি গ্লাস জুসের দাম পড়বে মাত্র ২ ডলার(2$)!! তবে যারা পান করে তাদের ধারণা, মাত্র ২ ডলার এই অসাধারণ জুসটির জন্য আসলেই কম!!
ছবিতে জুস তৈরির ধাপগুলো পর পর দেয়া আছে!!
সবচেয়ে খাটো মানুষ
জুনরেয় বালাউইং হলেন গিনিজ রেকর্ডধারী পৃথিবীর জীবিত সবচেয়ে খাটো মানুষ!! ২০১১ সালে নেপালের থাপার মাগার(২৬.৩ ইঞ্চি) নামক ব্যাক্তিকে পরাজিত করে তিনি পৃথিবীর সবচেয়ে খাটো মানুষের খেতাব জিতে নেন!! জুনরেয় বালাউইং ১৯৯৩ সালে ফিলিপাইনের সিন্দাঙ্গান নামক অঞ্ছলে জন্মগ্রহন করেন।। উনার বর্তমান উচ্চতা ২৩.৬ ইঞ্চি!!
মেগদেবারগ ওয়াটার ব্রিজ
নিচের ছবিতে যেই ব্রিজটি দেখছেন তা হচ্ছে জার্মানির মেগদেবারগ ওয়াটার ব্রিজ।। একটি নদী আরেকটি নদীকে ক্রস করাতে এই পানির ব্রিজটি তৈরি করা হয়।। জার্মানীর এলবি নদীর উপর অবস্থিত এই ব্রিজটি জার্মানীর ২টি গুরুত্বপূর্ণ শিপিং ক্যানেল এলবি-হ্যাভেল ক্যানেল এবং মিডল্যান্ড ক্যানেলকে সংযুক্ত করেছে।। ৯১৮ মিটার লম্বা এই ব্রিজটি তৈরিতে খরচ হয়েছে মোট ৫০০ মিলিয়ন ইউরো।। ১৯৯৭ সালে এর নির্মান কাজ শুরু হয় আর শেষ হয় ২০০৩ সালে, অর্থাৎ মোট সময় লাগে ৬ বছর।।
নাভানার জুতার গাছ
পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নাভানা স্যু ট্রি। গাছটি আমেরিকার নাভানা রাজ্যে অবস্হিত। হাইওয়ের পাশে অবস্হিত cottonwood গাছটির উচ্চতা ৭০ ফুট। পথচারীরা গাছটি অতিক্রম করার সময় তাদের পরিহিত জুতা গাছটিতে বেঁধে রেখে যান। সর্ব প্রথম কে বা কারা এটার প্রচলন করেছিলেন তা সঠিকভাবে জানা যায়নি। তবে একজন মহিলা বিশেষ কারনে কাজটি শুরু করেছিলেন বলে ধারনা করা হয়। পরে কুসংস্কার ও কৌতুহলবশত অন্যান্যরাও এমনটি করতে থাকেন। তবে আশেপাশের গ্রামের অধিবাসীরা এতে খুবই ক্রুদ্ধ। কারন তাদের ধারনা, তাদের ব্যবসা মন্দার অন্যতম কারন হচ্ছে গাছটির সাথে এমন আচরন করা।
বিশ্বের সবচেয়ে বেশী ওজনের নারী
মোটা মানুষের উদাহরণ খুঁজতে গেলে পাওলির মতো উদাহরণ হয়তো আর পাওয়া যাবে না।
তার নাম পাওলিন পর্টার। তবে সবাই 'পাওলি' বলে ডাকে। তার বয়স ৪৭ বছর। পাওলি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা। তার ওজন ৩১৭ কেজি বা প্রায় ৮ মণ। কি অবাক হলেন? অবাক হওয়ারই কথা। কারণ, এত ওজনের কোনও মহিলার কথা হয়তো এর আগে আপনি শোনেন নি। পাওলি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশী ওজনের নারী। ২০১২ সালের গিনেজ ওয়ার...্ল্ড রেকর্ড বুকে তার নাম উঠেছে বিশ্বের সবচেয়ে ওজনের নারী হিসেবে। পাওলি তার এই স্বাস্থ্য নিয়ে গর্বিত কিন্তু সুখী নয়। বিশাল ওজনের এই শরীর নিয়ে তিনি আছেন নানান সমস্যায়। তিনি তার একার চেষ্টায় গোসল করতে পারেন না। যেতে পারেন না শপিং মলে। সব কাজেই তাকে সাহায্য নিতে হয় অন্যের। সর্বদা তার কাজে এবং তার দেখাশুনায় সহায়তা করে তার একমাত্র ছেলে ডিলান। ডিলানের বয়স এখন ১৬ বছর। ডিলান তার মাকে বিছানা থেকে তুলে চেয়ারে বসায়, মোটর হুইল চেয়ারে বসিয়ে মাকে বাইরে নিয়ে যায় এবং দিন-রাত তার মায়ের ট্রলিতে খাবার সাজিয়ে দেয়।
পাওলি এত স্বাস্থ্য কিভাবে তৈরি করলো নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা হচ্ছে! পাওলি তার এই স্বাস্থ্য বানিয়েছেন প্রচুর পরিমাণে খেয়ে। দিনের শুরুতে ব্রেকফাস্টে পাওলির লাগে এক ডজন ডিম, দুই কেজি মাংসের চপ, চার টুকরা আলু দিয়ে তৈরি হ্যাশ ব্রাউন, বড় দশ টুকরা মাখন-পাউরুটি, আধা লিটার আইসক্রিম আর লিটার খানেক মিল্ক শেক। এই হচ্ছে তার সকালের নাশতা। দুপুরের খাবার সম্পর্কে পাওলি কোনও তথ্য প্রকাশ করেননি। কারণ, সেটার তালিকা অনেক লম্বা হবে। লোকে শুনলে হয়তো ভয় পেয়ে যেতে পারে। রাতে তিনি খাবার হিসেবে গ্রহণ করেন আটটি পিৎজা, বড় এক বাটি পেস্তা বাদাম আর এক কেজি মাংস।
তার নাম পাওলিন পর্টার। তবে সবাই 'পাওলি' বলে ডাকে। তার বয়স ৪৭ বছর। পাওলি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা। তার ওজন ৩১৭ কেজি বা প্রায় ৮ মণ। কি অবাক হলেন? অবাক হওয়ারই কথা। কারণ, এত ওজনের কোনও মহিলার কথা হয়তো এর আগে আপনি শোনেন নি। পাওলি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশী ওজনের নারী। ২০১২ সালের গিনেজ ওয়ার...্ল্ড রেকর্ড বুকে তার নাম উঠেছে বিশ্বের সবচেয়ে ওজনের নারী হিসেবে। পাওলি তার এই স্বাস্থ্য নিয়ে গর্বিত কিন্তু সুখী নয়। বিশাল ওজনের এই শরীর নিয়ে তিনি আছেন নানান সমস্যায়। তিনি তার একার চেষ্টায় গোসল করতে পারেন না। যেতে পারেন না শপিং মলে। সব কাজেই তাকে সাহায্য নিতে হয় অন্যের। সর্বদা তার কাজে এবং তার দেখাশুনায় সহায়তা করে তার একমাত্র ছেলে ডিলান। ডিলানের বয়স এখন ১৬ বছর। ডিলান তার মাকে বিছানা থেকে তুলে চেয়ারে বসায়, মোটর হুইল চেয়ারে বসিয়ে মাকে বাইরে নিয়ে যায় এবং দিন-রাত তার মায়ের ট্রলিতে খাবার সাজিয়ে দেয়।
পাওলি এত স্বাস্থ্য কিভাবে তৈরি করলো নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা হচ্ছে! পাওলি তার এই স্বাস্থ্য বানিয়েছেন প্রচুর পরিমাণে খেয়ে। দিনের শুরুতে ব্রেকফাস্টে পাওলির লাগে এক ডজন ডিম, দুই কেজি মাংসের চপ, চার টুকরা আলু দিয়ে তৈরি হ্যাশ ব্রাউন, বড় দশ টুকরা মাখন-পাউরুটি, আধা লিটার আইসক্রিম আর লিটার খানেক মিল্ক শেক। এই হচ্ছে তার সকালের নাশতা। দুপুরের খাবার সম্পর্কে পাওলি কোনও তথ্য প্রকাশ করেননি। কারণ, সেটার তালিকা অনেক লম্বা হবে। লোকে শুনলে হয়তো ভয় পেয়ে যেতে পারে। রাতে তিনি খাবার হিসেবে গ্রহণ করেন আটটি পিৎজা, বড় এক বাটি পেস্তা বাদাম আর এক কেজি মাংস।
Subscribe to:
Posts (Atom)