Friday, January 20, 2012

বিশ্বের দীর্ঘতম বাস

0 comments
চীনে পাবলিক পরিবহন হিসেবে দীর্ঘতম বাস চালু হচ্ছে। চীনের বেইজিং এবং হ্যাংজুতে চলবে এ বাস। খবর ডিজিটাল ট্রেন্ডস-এর।
এ বাসটির নাম ‘ইয়াংম্যান জেএনপি ৬২৫০জি। বাসটি ৮২ ফুটেরও বেশি লম্বা। বাসটি একসঙ্গে ৩০০ যাত্রী বহন করতে পারে।
বাসটি সব্বোর্চ ঘন্টায় ৫০ মাইল বেগে ছুটতে পারে। তবে, চীনা কর্তৃপক্ষ বলছে, চীনের ব্যস্ত রাস্তায় চলার জন্য এ গতিই যথেষ্ট।

0 comments:

Post a Comment