Friday, January 20, 2012

হ্যালো

0 comments
আমরা ফোন রিসিভ করার সাথে সাথে বলি HELLO…
কিন্তু জানেন কি এই HELLO এর প্রচলন কিভাবে হয়েছিলো?
HELLO যে একটা মেয়ের নাম এটাও কি জানা আছে আপনার???
কি অবাক হলেন??? ভাবছেন কে ওই মেয়েটা??
মেয়েটা হচ্ছে মার্গারেট HELLO ... টেলিফোন এর আবিষ্কারক গ্রাহামবেল এর গার্লফ্রেন্ড!!!
... এটা প্রচলিত গল্প।
হ্যালো বহুল ব্যবহৃত পৃথিবীর সবচেয়ে প্রচলিত একটি গ্রিটিং যাকে বাংলায় সম্ভাষন বলা চলে। হ্যালো শব্দটি একটি ইংরেজী শব্দ। ১৮৮৩ সালে এটি ডিকশনারীর অর্ন্তভুক্ত হয়।
প্রথম কখন কে হ্যালো শব্দটি ব্যবহার করেছে এ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। Mark Twin এর সেমি-অটোবায়োগ্রাফি বইতে প্রথম তিনি এ শব্দটি ব্যবহার করেন। এ বইটির প্রকাশকাল ছিল ১৮৭২। যদিও এর আগেই টেলিফান আবিস্কার হয়েছিল সে হিসেবে বলা চলে এই শব্দটি হয়তো আরো আগেই ব্যবহৃত হয়েছিল। ১৮৬০ সাল থেকে এই শব্দটি লেখালেখি ও সাহিত্যে স্থান পেতে শুরু করল।
একটি সূত্র মতে জানা যায় যে টমাস এডিসন প্রথম টেলিফোন রিসিভ করার সময় Hullo শব্দটি শুনেন। আলঅকজান্ডার গ্রাহামবেল টেলিফোনে গ্রিট করার জন্য Ahoy (as used on ships) ব্যবহার করেছিলেন। (wiki)

0 comments:

Post a Comment