Monday, January 2, 2012

নাভানার জুতার গাছ

0 comments
পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নাভানা স্যু ট্রি। গাছটি আমেরিকার নাভানা রাজ্যে অবস্হিত। হাইওয়ের পাশে অবস্হিত cottonwood গাছটির উচ্চতা ৭০ ফুট। পথচারীরা গাছটি অতিক্রম করার সময় তাদের পরিহিত জুতা গাছটিতে বেঁধে রেখে যান। সর্ব প্রথম কে বা কারা এটার প্রচলন করেছিলেন তা সঠিকভাবে জানা যায়নি। তবে একজন মহিলা বিশেষ কারনে কাজটি শুরু করেছিলেন বলে ধারনা করা হয়। পরে কুসংস্কার ও কৌতুহলবশত অন্যান্যরাও এমনটি করতে থাকেন। তবে আশেপাশের গ্রামের অধিবাসীরা এতে খুবই ক্রুদ্ধ। কারন তাদের ধারনা, তাদের ব্যবসা মন্দার অন্যতম কারন হচ্ছে গাছটির সাথে এমন আচরন করা।

0 comments:

Post a Comment