Thursday, September 24, 2020

গোপালগঞ্জের পদ্ম বিল

0 comments

 ভোরের সূর্যের সোনালী আভার সাথে প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে গোপালগঞ্জের বলাকইড় বিলে। অন্যসময়টা কচুরীপানায় ভরা থাকলেও বর্ষায় যেন সেই রূপটাই পাল্টে যায়। 



 সবুজের মাঝে গোলাপী রঙের বিছানা। চোখের দৃষ্টি যতদূর যাবে ততদূরেই দেখা মিলবে গোলাপি আর সাদা পদ্মের। 

 

বিস্তীর্ণ বিলজুড়ে পদ্মের সমাহার। বর্ষায় তাই এ বিলের নাম পাল্টে হয় পদ্মবিল। 

প্রকৃতি তার সৌন্দর্যের সবটুকু ঢেলে দিয়েছে এখানে। যতদূর চোখ যায় কেবলই পদ্মফুলের ছড়াছড়ি। 

 


বিলের বিভিন্ন স্থানে পদ্মের এমন সমাহার যে কাউকেই মুগ্ধ করবে। 

পদ্ম পাতার ওপর টলমল করছে পানি। নয়নাভিরাম এই দৃশ্য দেখতে দূর থেকে সৌন্দর্য্য পিপাসুরা ছুটে আসছেন দুরদুরান্ত থেকে। 

 



আর ৬৪টি পাপড়ি মেলে তাদের স্বাগত জানায় জলজ ফুলের রানী পদ্ম।


 অপরূপ এ দৃশ্যে হাতছানি উপভোগ করতে হলে যেতে হবে গোপালগঞ্জ জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত বিলবেষ্টিত বলাকইড় গ্রামে।


 ১৯৮৮ সালের পর থেকে বর্ষাকালে এ বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেয় পদ্মফুল। আর যে কারণে এখন এ বিলটি পদ্মবিল নামেই পরিচিত হয়ে উঠেছে সবার কাছে।

 


0 comments:

Post a Comment