
বাংলার মাটি, জল, বাতাসের মতোই বটগাছ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই গাছ শুধু ছায়া দেয় না, দেয় ইতিহাসের সাক্ষ্য, দেয় লোককথার আনন্দ, দেয় আত্মার আশ্রয়। আজ আমরা জানব বাংলার এমন ৫টি প্রাচীন বটগাছের গল্প — যাদের ঘিরে আছে অতীতের কাহিনি, মানুষের বিশ্বাস ও সময়ের ছাপ।
🌿 ১. সুলতানি আমলের বটগাছ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
পানাম নগরের পাশে এক বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে। সোনারগাঁ ছিল একসময় বাংলার রাজধানী, সুলতানদের বসতি। প্রচলিত আছে, এই বটগাছের নিচে বসত বিচারসভা। দণ্ডপ্রাপ্তদের নাম উচ্চারণ...