Thursday, October 11, 2012

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

0 comments
মানসিক স্বাস্থ্য সচেতনতার লক্ষে প্রতিবছর ১০ অক্টোবর পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ'র উদ্যোগে ১৯৯২ সাল থেকে ১৫০টি দেশে এটি পালিত হয়ে আসছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে ৪৫০ মিলিয়ন লোক কোনো না কোনো ভাবে মানসিক সমস্যায় আক্রান্ত। অপর পরিসংখ্যান মতে, প্রতি বছর পৃথিবীতে আট লাখ ৭৩ হাজার লোক আত্মহত্যা করে। পৃথিবীর সকল দেশে মানসিক রোগ ও মানসিক সমস্যা একই রকম এবং দুঃখ কষ্টের বড় কারণ। 

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্র জানায়, দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৪ দশমিক ৬ শতাংশ এবং শিশু-কিশোরদের ১ শতাংশ বিষণ্নতায় আক্রান্ত। বিষণ্নতার কারণে ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। বিষণ্নতা কর্মক্ষমতা কমিয়ে দেয়, মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ে। অনেক সময় বিষণ্নতার কারণে মানুষ আত্মহত্যা করে।

0 comments:

Post a Comment