Monday, October 8, 2012

দেশের একমাত্র পারুল গাছ

0 comments
দেশের একমাত্র পারুল গাছের সন্ধান পাওয়া গেছে বগুড়ায়। বগুড়ার সোনাতলা উপজেলার সরকারি নাজির আখতার কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে একটি শতবর্ষী পারুল গাছ এখনো সতেজ রয়েছে। জানা যায়, বগুড়ার সৈয়দ নুরুল হুদা এ গাছটি লাগিয়েছিলেন। পরে ওই গাছকে কেন্দ্র করে তিনি ১৯৬৭ সালে ১৯ বিঘা জমির ওপর নাজির আখতার কলেজ প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যবাহী এ গাছটি দেখার জন্য প্রতিদিন কলেজ চত্বরে প্রচুর মানুষ ভিড় করে। তিনি আরও জানান, কলেজ প্রতিষ্ঠার সময় তিনি বলেছিলেন তার মৃত্যু হলে কলেজের পারুল গাছের নিচে যেন কবর দেওয়া হয়। ১৯৮৯ সালের ১ ডিসেম্বর তিনি ঢাকায় ইন্তেকাল করেন। তার কথা অনুযায়ী পরদিন ঢাকা থেকে লাশ এনে পারুল গাছের নিচেই তার কবর দেওয়া হয়। শিক্ষানুরাগী সৈয়দ নুরুল হুদা চিরনিদ্রায় শায়িত আছেন নিজ হাতে লাগানো পারুল গাছের নিচে। ১৯৮৪ সালের ১ নভেম্বর কলেজটি জাতীয়করণ করা হয়। তিনি জানান, পারুল গাছ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ঢাকা, দিনাজপুর ও রাজশাহী থেকে কয়েকজন উদ্ভিদ বিশেষজ্ঞ চিঠি প্রেরণ করেছেন। তার জানামতে, বাংলাদেশের একমাত্র পারুল গাছ এটি। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা প্রায় ৭০ বছর ধরেই পারুল গাছটি দেখে আসছেন বলে জানান। তারা জানান, শুষ্ক মৌসুমে গাছের সব পাতা ঝরে যায়। বর্ষা মৌসুমে আবার সবুজ পাতায় ঢেকে যায়। এপ্রিল-মে মাসে গাছে ছোট ছোট অসংখ্য সাদা ফুল ফোটে। বগুড়া সরকারি আযিযুল হক কলেজের উদ্ভিদ বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম শফিকুর রহমান জানান, লোকমুখে শুনে তিনিও গাছটি দেখেছেন। গাছটি পারুল ফুলের গাছ। এলাকাবাসীর কথা মতো শতবর্ষী না হলেও ৯০ বছর বয়স হবে গাছটির। সোনাতলার এ গাছটি দেশের একমাত্র পারুল গাছ বলে তিনি জানান।
আবদুর রহমান টুলু, বগুড়া

0 comments:

Post a Comment