
প্রকৃতির পাতা ঝরা আর হালকা কুয়াশা দেখেই বোঝা যায় শীত এসেছে। তাইতো
শীতের ছোঁয়া লেগেছে ঠোঁটেও। তাই এই সময় নেওয়া উচিত ঠোঁটের সঠিক যত্ন।
শীতের সময় বাতাসে আদ্রতা কম থাকার ফলে ঠোঁট ফেটে যায়। অনেক সময় ঠোঁট
ফেটে রক্ত ঝরতেও দেখা যায় অনেকের। তাই ঠোঁট শুকনো লাগলেই চপস্টিক বা লিপবাম
ব্যবহার করা উচিত।
আপনার লিপবাম, চপস্টিক বা লিপস্টিকে যেন এসসিএফ ১৫, ভিটামিন-ই অ্যালোভেরা এবং গ্লিসারিন থাকে সে দিকেও খেয়াল রাখতে হবে।
ঠোঁটে ভালো করে লিপবাম লাগিয়ে বেবি টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষে
ডেডস্কিন তুলে, তারপর...