Tuesday, November 27, 2012

রুক্ষ ঠোঁটের যত্ন

0 comments
প্রকৃতির পাতা ঝরা আর হালকা কুয়াশা দেখেই বোঝা যায় শীত এসেছে। তাইতো শীতের ছোঁয়া লেগেছে ঠোঁটেও। তাই এই সময় নেওয়া উচিত ঠোঁটের সঠিক যত্ন।
শীতের সময় বাতাসে আদ্রতা কম থাকার ফলে ঠোঁট ফেটে যায়। অনেক সময় ঠোঁট ফেটে রক্ত ঝরতেও দেখা যায় অনেকের। তাই ঠোঁট শুকনো লাগলেই চপস্টিক বা লিপবাম ব্যবহার করা উচিত।
আপনার লিপবাম, চপস্টিক বা লিপস্টিকে যেন এসসিএফ ১৫, ভিটামিন-ই অ্যালোভেরা এবং গ্লিসারিন থাকে সে দিকেও খেয়াল রাখতে হবে।
ঠোঁটে ভালো করে লিপবাম লাগিয়ে বেবি টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষে ডেডস্কিন তুলে, তারপর ক্রিম লিপবাম লাগানো উচিত। এছাড়া গোলাপের পাপড়ি পেস্ট করে ঠোঁটে লাগালে ঠোঁট নরম ও গোলাপি হয়।
এক সপ্তাহ রাতে শোয়ার সময় নারিকেল তেল, চন্দনবাটা ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট নরম থাকবে। এছাড়া মেকআপের সময় লিপস্টিক লাগানোর আগে সবসময় কোনো কোল্ডক্রিম বা লিপবাম লাগানো উচিত।

0 comments:

Post a Comment