Tuesday, November 6, 2012

নিমতলী গেট, ঢাকা

0 comments
নবাবি ঐতিহ্যের আদলে তৈরি করা হয় নিমতলী গেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিয়েট রোড থেকে এশিয়াটিক সোসাইটির সামনের সড়কে একসময় অবস্থিত ছিল এ গেট। কালের বিবর্তনে এটি হারিয়ে যায়। ঢাকার ৪০০ বছরপূর্তি উপলক্ষে ২০০৮ সালের ২২ জানুয়ারিতে নবাবি ঐতিহ্যকে ধরে রাখার জন্য এ গেটটি উদ্বোধন করা হয়। একসময় ঢাকাই নবাবরা নিমতলী প্রাসাদে বাস করতেন। এ প্রাসাদে নায়েবে নাজিমরা ১৮৪৩ সাল পর্যন্ত বসবাস করেছিলেন । প্রাসাদের ব্যাপ্তি ছিল বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল, শহীদুল্লাহ হল এবং একুশে হল ঘিরে। সময়ের স্রোতে নিমতলী প্রাসাদ বিলুপ্ত হলেও প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এখনো দাঁড়িয়ে আছে নিমতলী দেউড়ি। নিমতলীর নবাবি ঐতিহ্য ধরে রাখতেই নতুনভাবে নির্মাণ করা হয়েছে গেটটি। এর নির্মাণশৈলী দৃষ্টি আকর্ষণ করেছে সবার। সড়কদ্বীপ ও আশপাশের এলাকার চিত্র এখন পাল্টে গেছে। এটি নির্মাণের আগে এ এলাকা ছিল ভাসমান মানুষ আর মাদকাসেবীদের দখলে। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকত ময়লা-আবর্জনা। কিন্তু নতুনভাবে নির্মিত এ গেটটি বদলে দিয়েছে এলাকার পরিবেশ। সবুজ ঘাসের ওপর ঐতিহ্যের ধারক সুদৃশ্য স্থাপনাটি আজো ঢাকার নবাবি ঐতিহ্যের কথাটাই যেন মনে করিয়ে দিচ্ছে।

0 comments:

Post a Comment